শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

২৫ বছরে প্রথমবার এটিপি র‍্যাংকিংয়ে নেই ফেদেরারের নাম!

প্রকাশিত: ০৭:১৩, ১২ জুলাই ২০২২ | ৪৭৪

১৯৯৭ সালের শেষ দিক থেকে পেশাদার টেনিস খেলতে শুরু করেন রজার ফেদেরার। তার পর থেকে কখনো এমন ঘটনা ঘটেনি। উইম্বলডনের পর এটিপি যে র‌্যাংকিং প্রকাশ করেছে, তাতে নামই নেই রজার ফেদেরারের! অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। চোটের জন্য গত ৫২ সপ্তাহ খেলতে পারেননি ফেদেরার।
তাই তার সংগ্রহে কোনো র‌্যাংকিং পয়েন্ট নেই। সে কারণে এটিপি র‌্যাংকিংয়ে তার জায়গা হয়নি।

সদ্যঃসমাপ্ত উইম্বলডন শুরুর আগেও ফেদেরার এটিপি র‌্যাংকিংয়ে ৯৭ নম্বরে ছিলেন। শীর্ষ ১০০-তে থাকায় ফেদেরার যেকোনো গ্র্যান্ড স্লামেই সরাসরি খেলার সুযোগ পেতেন। কিন্তু গত বছর উইম্বলডনের পর আর টেনিস খেলেননি ২০টি গ্র্যান্ড স্লামের মালিক। তাই মাত্র দুই সপ্তাহেই তার নাম উধাও হয়ে গেল র‌্যাংকিং থেকে। অথচ পেশাদার টেনিসে পা রাখার সময় ১৯৯৭ সালের ১৬ সেপ্টেম্বর ফেদেরার ছিলেন এটিপি র‌্যাংকিংয়ে ৮০৩ নম্বরে।

এই ফেদেরারই মোট ৩১০ সপ্তাহ বিশ্বের ১ নম্বর টেনিস খেলোয়াড় ছিলেন। টানা ২৩৭ সপ্তাহ ফেদেরারকে শীর্ষচ্যুত করতে পারেননি কোনো টেনিস খেলোয়াড়।  শেষ ৫২ সপ্তাহের অর্জিত পয়েন্টের হিসাবে এটিপি বা ডাব্লিউটিএ র‌্যাংকিংয়ে জায়গা পান টেনিস খেলোয়াড়রা। কিন্তু গত ৫২ সপ্তাহে ফেদেরার কোনো ম্যাচ না খেলায় কোনো র‌্যাংকিং পয়েন্ট তার সংগ্রহে নেই। তাই এটিপি র‌্যাংকিংর বাইরেই চলে যেতে হয়েছে ফেদেরারকে। অন্যদিকে ২১তম গ্র্যান্ড স্লাম জিতেও র‌্যাংকিংয়ে তিন ধাপ নেমে গেছেন নোভাক জোকোভিচ।

Mahfuzur Rahman

Publisher & Editor