শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

বঙ্গ সম্মেলনে শিল্পীদের চরম হেনস্থা-  বয়কটের ডাক দিলেন পশ্চিম বাংলার শিল্পীসমাজ

প্রকাশিত: ০০:০৬, ০৭ জুলাই ২০২৩ | ৩৮০

নিউজার্সীতে হয়ে গেল এ বছরের বঙ্গ সম্মলেন। নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (North- American Bengali Conference)। গত প্রায় চার দশক ধরে বঙ্গ সংস্কৃতি সংঘ এই বার্ষিক কনফারেন্সের আয়োজন করে  আসছে। এবছর ৩০ জুন থেকে ২ জুলাই আয়োজন করা হয়েছিল বঙ্গ সম্মেলন।এতে চরম তিক্ত অভিজ্ঞতা হয় শিল্পীদের। চূড়ান্ত অব্যবস্থা ও হেনস্থার অভিযোগ তোলেন পশ্চিমবঙ্গ থেকে যোগ দিতে আসা স্বনামধন্য  শিল্পীরা। এদের মধ্যে পন্ডিত অজয় চক্রবর্তীসহ অনেক শিল্পীকে তাদের প্রাপ্য পারিশ্রমিক দেয়া হয় নাই। অনেককে প্রায় সারাদিন অভুক্ত রাখা হয়, হোটেল থেকে বের করে দেয়া হয়।  এসব নিয়ে এবার ধিক্কার জানিয়ে বঙ্গ সম্মেলন বয়কটের ডাক দিলেন পশ্চিম বাংলার অন্যান্য শিল্পীরা।- খবর সংবাদ প্রতিদিন ডিজিটাল'র

এবছরের বঙ্গ সম্মেলনে ঘটে যাওয়া হেনস্থার প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় সরব হন ভারতের প্রখ্যাত  শিল্পীরা। প্রতিবাদে সামিল হয়েছেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পণ্ডিত বিক্রম ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী , রূপম ইসলাম, রূপসা দাসগুপ্ত, দেবজ্যোতি মিশ্র, শ্রীজাত, সুবোধ সরকার, বিনায়কবন্দোপাধ্যায়, কুমার মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, উপল সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, সৌমিত্র মিত্র, শোভন  গঙ্গোপাধ্যায়, সোমলতা আচার্য্য চৌধুরি, উজ্জয়িনী মুখোপাধ্যায়, গৌরব সরকার, নীলাঞ্জন ঘোষ, গৌরব চট্টোপাধ্যায়, জয় সরকার, রথীজিৎ ভট্টাচার্য, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, রাহুল দাস, দেব চৌধুরী, শ্রীকান্ত আচার্য্য, নীল দত্তর মতো শিল্পী ও বিদ্বজ্জনেরা। 

প্রতিবাদপত্রে তাঁরা লিখেছেন, “সুধী, উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন’২৩, আটলান্টিক সিটিতে ঘটে যাওয়া কিছু অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদপত্র।

পশ্চিমবঙ্গের শিল্পী, বিদ্বজ্জনের লাগাতার হেনস্থা এখন বঙ্গ সম্মেলনের অন্যতম আকর্ষণীয় এক অনুষ্ঠান। পূর্বের সম্মেলনগুলিতেও এমন উদাহরণ অসংখ্য। তবে এবারের সম্মেলন বোধ হয় আগের সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। অব্যবস্থা,অসৌজন্য, অমার্জিত ব্যবহার , অসহযোগিতা শিল্পীদের আত্মসম্মানবোধে আঘাত করে চলেছে ক্রমাগত। ভদ্রতাবোধকে দুর্বলতা ভেবে একের পর এক অপমানসূচক ঘটনা সম্মেলন কর্তারা ঘটিয়েই চলেছেন। অতিথি শব্দটার সঙ্গে যে বিশ্বজনীন আতিথ্যের সংযোগ, তা তারা ভুলতে বসেছেন। এই পরিস্থিতিতে, বাংলার সব শিল্পী আজ সিএবি’র যে কোনও অনুষ্ঠান নিয়ে চূড়ান্ত আতঙ্কিত,অপমানিত। তাই একজোট হয়ে আজ তীব্র প্রতিবাদ জানাই সিএবি’র স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে । অপমানের আকস্মিকতায় আমরা মূক ও স্তম্ভিত। ভবিষ্যতের কর্মপন্থা কী হবে, তা অচিরেই প্রকাশ করব আমরা। ধিক্কার জানাই সংগঠকদের যারা এই রুচিহীন সম্মেলনের আয়োজন করেছেন। বঙ্গ সম্মেলনের জনপ্রিয়তা বিশিষ্ট, স্বনামধন্য শিল্পীদের জন্য, অপদার্থ সংগঠকদের জন্য নয়,এ কথা যেন তারা বিস্মৃত না হন। সংস্কৃতি মঞ্চ আমাদের কাছে পবিত্র এক জানলা, তাকে নোংরা করার অধিকার আপনাদের কেউ দেয়নি। আমাদের শিল্পীজীবন আমাদের নিজস্ব, সেই আত্মসম্মানের জায়গায় কেউ হাত দিলে, সাবধান, গর্জে উঠবে বাংলার সব শিল্পীদল । ”

এছাড়াও  বঙ্গ সম্মেলন নিয়ে বিস্ফোরক মন্তব্য পন্ডিত অজয় চক্রবর্তী ও জয়িতা চক্রবর্তী। এই দুই  শিল্পীসহ অনেক শিল্পীদের সাথে আয়োজকরা যে চরম অপমান,অবজ্ঞা করা হয়েছে. তা নিয়ে সবর হয়েছেন পন্ডিত অজয় চক্রবর্তী ও জয়িতা চক্রবর্তী। সোসালমিডিয়ায় তাদের বক্তব্য ভাইরাল হয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor