কানাডার অন্যতম আকর্ষণীয় ম্যারাথন অনুষ্ঠান ‘নায়াগ্রা জলপ্রপাত আন্তর্জাতিক ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ অক্টোবর) অনুষ্ঠিত এ ম্যারাথনে অংশ নিয়েছেন বাংলাদেশি দৌড়বিদ মোহাম্মদ আমানুল হক আমান। তিনি হাফ হাফ ম্যারাথন ক্যাটাগরিতে অংশ নেন।
নায়াগ্রা জলপ্রপাতের কানাডা অংশের পার্কওয়ে নামক স্থান থেকে শুরু হয়ে সেখানেই শেষ হওয়া ম্যারাথন রান সকাল আটটায় শুরু হয়। ১০ হাজারের মতো দেশি-বিদেশি দৌড়বিদ এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন।
আমানুল হক বলেন, ‘আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ করে অভিজ্ঞতা সঞ্চয়ের চেষ্টা করছি। এই অভিজ্ঞতা দেশে গিয়ে সবার সঙ্গে বিনিময় করব।’
অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘এখানে অনুষ্ঠানগুলো অনেক সুন্দর হয়, গোছানো হয়, আমি খুব উপভোগ করেছি। এই দৌড়ের রাস্তার মধ্যে তাদের পর্যাপ্ত পরিমাণ হাইড্রেশন সাপোর্ট ছিল এবং সবাইকে উজ্জীবিত করতে চারপাশে প্রচুর লোকজন ছিল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর নয়নভোলানো দৃশ্য দেখতে দেখতে মন জুড়িয়ে গেছে। দৌড়ের ক্লান্তি ভুলে গেছি।’
আগামী ৫ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটি ম্যারাথনেও তিনি অংশ নেবেন বলে জানান।
Publisher & Editor