বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

কানাডায় বসবাসরত রাখবির সিংকে সন্ত্রাসী ঘোষণা করল ভারত

প্রকাশিত: ০২:১৯, ৩০ ডিসেম্বর ২০২৩ | ২৪৯

কানাডায় বসবাসরত রাখবির সিং ল্যান্ডাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি কানাডায় সংগঠিত বাব্বার খালসা ইন্টারন্যাশনালের (বিকেআই) একজন সদস্য। তার বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ বিষয়ক আইনের ৩৫ নম্বর ধারার অধীনে এমন ঘোষণা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু। এতে বলা হয়, পাঞ্জাবের মোহালিতে অবস্থিত রাজ্য গোয়েন্দা সদরদফতরে পকেট প্রোপেলড গ্রেনেড হামলার মতো সন্ত্রাসী ঘটনার সঙ্গে যুক্ত ল্যান্ডার। এতে মদত আছে আন্তঃসীমান্ত বিষয়ক একটি এজেন্সির। ওই হামলায় বিস্ফোরক, অস্ত্র, স্পর্শকাতর অস্ত্র সরবরাহ দেয়ার সঙ্গে তিনি যুক্ত বলে অভিযোগে বলা হয়েছে। এতে আরও বলা হয়, পাঞ্জাবে এবং ভারতের অন্য এলাকাগুলোতে টার্গেটেড হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও জাতীয়তাবিরোধী অন্য কর্মকাণ্ড চালাচ্ছিলেন ল্যান্ডা ও তার সহযোগিরা। এর মধ্য দিয়ে তারা শান্তি ও আইন শৃংখলা নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। ল্যান্ডার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একটি গেজেট প্রকাশ হয়েছে। 

উল্লেখ্য, পাঞ্জাবের টার্ন তারান জেলার ভিপিও হরিকের স্থায়ী বাসিন্দা ৩৪ বছর বয়সী ল্যান্ডা।

বর্তমানে তিনি কানাডার আলবার্তায় এডমন্টনে বসবাস করছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor