ভারতের মাঠে বিরাট কোহলি-রোহিত শর্মাদের সঙ্গে আফগানিস্তানের শ্বাসরুদ্বকর লড়াই। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১২০ বলে ২১৩ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করে আফগানরা।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান। উদ্বোধনীতে ১১ ওভারে ৯৩ রানের জুটি গড়েন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
এরপর ব্যাটসম্যানরা আস-যাওয়ার মিছিলে অংশ নেন। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ম্যাচ টাই করান গুলবাদিন নায়েব।
তিনি মাত্র ২৩ বলে চারটি চার এবং চারটি ছক্কায় ৫৫ রানের অবনবদ্য ইনিংস খেলেন। দলের হয়ে ৩২ বলে চারটি ছক্কা আর ৩টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন গুরবাজ। ৪১ বলে ৫০ রান করেন ইব্রাহিম।
ম্যাচ টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে।
বুধবার বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আফগানদের হোয়াইটওয়াশ করতে নেমেই বিপাকে পড়ে যায় ভারত। বিনা উইকেটে ১৮ রান করা দলটি এরপর মাত্র ৪ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। আগের ম্যাচে ২৯ রান করা কোহলি এদিন গোল্ডেন ডাক মারেন।
দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা। আগের দুই ম্যাচে গোল্ডেন ডাক মারলেও এদিন খেলেন দায়িত্বশীল ইনিংস।
ইনিংস ওপেন করতে নেমে খেলে যান শেষ বল পর্যন্ত। তার আগে ৬৯ বল মোকাবেলা করে ১১টি চার আর ৮টি ছক্কার সাহায্যে খেলেন ১২১ রানের ঝলমলে ইনিংস।
টি-টোয়েন্টিতে এটা তার পঞ্চম এবং রেকর্ড সেঞ্চুরি। এদিন শতরান করে টপকে যান সূর্যকুমার যাদব ও গ্লেন ম্যাক্সওয়েলকে। তারা দুজনে ৪টি করে সেঞ্চুরি করেন।
আজ রোহিতের ১২১ আর রিংকু সিংয়ের ৩৯ বলের ৬টি ছক্কা আর দুই চারের ৬৯ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৪ উইকেটে ২১২ রানের পাহাড় গড়ে ভারত।
Publisher & Editor