গ্রেট বৃটেনের শুধু ইংল্যান্ড রাজ্যে সরকারি খাতায় নথিভুক্ত হিসাব অনুসারে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আত্মহত্যা করেছেন ৪১৪০ জন। কিছু বেসরকারি সংস্থার জরিপ অনুযায়ী প্রতি ত্রৈমাসিক হারে দেখা যায় ২০২৩ এর জানুয়ারি থেকে মার্চ ১,৪০৬টি আত্মহত্যার ঘটনা নথিভুক্ত করা হয়েছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত ১,৩২২ টি আত্মহত্যা নিবন্ধিত হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধিত হয়েছে ১৪১২ টি। তবে ইউকের'র সরকারি ওয়েবসাইটের তথ্য বলেছে (DSRs) অনুসারে ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ইংল্যান্ডে ৪৮১৩ জন আত্মহত্যা করেছে। এর মধ্যে ৩৫৯৬ (৭৪.৭%) জন পুরুষ ও ১২১৭ (২৫.৩%) জন মহিলা। এর মধ্যে ১০ থেকে ২৪ বছর বয়সী ৪২৩৯ (৮.৯%) জন , ২৫ থেকে ৪৪ বছর বয়সী ১৮০৫ (৩৭.৫%) জন, ৪৫ থেকে ৬৪ বছর বয়সী লোকেদের মধ্যে ১৮৮৭ (৩৯.২%) জন এবং ৬৫ বছর বা তার বেশি বয়সের লোকেদের মধ্যে ৬৯২ (১৪.৪%) জন। ২০২৩ সালের অক্টোবরেই আত্মহত্যার সংখ্যা ছিল ৩২২ জন যার মধ্যে বেশির ভাগই পুরুষ ছিল।
Publisher & Editor