বাঘমামা বাস করে সুন্দরবনে
ঠকঠক কাঁপে বন তার গর্জনে।
তাগড়া শরীর তার শক্তিতে ঠাসা
আক্ষেপ একটাই নেই তার বাসা।
আস্তানা আছে এক ঘন জঙ্গলে
গরমে কষ্ট পান এসি নাই বলে।
একটা বালিশ নেই, টাল খায় মাথা
শীতকালে আফসোস! নেই লেপ-কাঁথা।
লজ্জা ও অপমানে মাথা হয় হেঁট
রাজ্যের রাজা তার নেই টয়লেট!
পেট কামড়ালে হয় অবস্থা যা তা
ঝোপঝাড়ে বসে যান মুড়ি দিয়ে ছাতা।
নামে রাজদরবার বাস্তবে ফাঁকা
ফ্ল্যাটভাড়া নিতে তাই চললেন ঢাকা।
ঢাকা এসে টাকা শেষ রিকশায় ঘুরে
শেষমেশ ফ্ল্যাট পাওয়া গেল মিরপুরে।
ছিমছাম নিরাপদ বাসা বিলকুল
কিছুক্ষণ না যেতেই ভাঙে তার ভুল
বাঘমামা বলে—ভাই, মাফ চাই বাঁচা
ফ্ল্যাট কই? এ যেন ঠিক রাজাদের খাঁচা।
Publisher & Editor