রাশিয়ার উলিয়ানোভস্ক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে ট্রাকের ধাক্কায় অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী ভারী পণ্য বোঝাই যানটির চালক ঠিক সময়ে গাড়ির গতি কমাননি।
দাঁড়িয়ে থাকা মিনিবাসে ধাক্কা দেন তিনি।
দুর্ঘটনাস্থলে থাকা সড়ক কর্মীরা জানিয়েছেন, মিনিবাসটি লাইনে দাঁড়িয়ে ছিল। দুটি লরির মধ্যে সেটি আটকা পড়ে। দুই লরির চাপে পড়ে মিনিবাসটি চ্যাপ্টা হয়ে গেছে। উদ্ধারকর্মীরা টুকরা হয়ে যাওয়া মিনিবাসটি পরীক্ষা করে দেখেছেন।
এ ঘটনায় নিহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছে। উলিয়ানোভস্কের গভর্নর আলেক্সাই রাসকিক টেলিগ্রামে লিখেছেন, মারাত্মক অবস্থায় আরো দুই পুরুষ ও এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: আলজাজিরা
Publisher & Editor