বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের অবসর

প্রকাশিত: ০৮:৫১, ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ৩০

গেল কয়েক বছরে আর্জেন্টিনার গোলবারের নিচে যেন চীনের মহাপ্রাচীর হয়ে আছেন এমিলিয়ানো মার্টিনেজ। আলবিসেলেস্তে টিমে মার্টিনেজের ছায়া হয়ে আছেন যে কয়জন, তাদের অন্যতম গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। নিয়মিত স্কোয়াডে থাকলেও মার্টিনেজের কারণে বেশিরভাগ সময়ই কেবল বেঞ্চ গরম করতে হয়েছে। 

এবার অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জেতা ফ্র্যাঙ্কো আরমানি। মুন্দো আলবিসেলেস্তে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। 

৩৭ বছর বয়সী এ গোলকিপার জানান, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির এবং গোলকিপার কোচ মার্টিন টোকালির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছেন ফ্রাঙ্কো। ২০১৯ কোপা আমেরিকাতেও গোলকিপার ছিলেন তিনি। জাতীয় দলের অভিষেকের পর  খেলেছেন ১৯টি আন্তর্জাতিক ম্যাচ। 

২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাজয়ী দলের সদস্য তিনি। এ ছাড়া ২০২২ সালের ইতালির বিপক্ষে ফিনালেসিমার সেই ম্যাচের স্কোয়াডেও ছিলেন আরমানি। আর্জেন্টিনা ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা ক্লাব রিভারপ্লেটে খেলেছেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor