বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

ছড়ার রাজা

প্রকাশিত: ০৬:৩৪, ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ১২৬

মেঘ বাতাসে উড়িয়ে দিলাম ঘুড়ি

সুতো ধরে আমিও একটু উড়ি।

দেখি মেঘে বসে আছেন ছড়ার রাজা

রানি আছেন, আছে কিছু সৈন্য সাজা।

এক এক করে শব্দ নিয়ে ছড়া সাজায়

আর পেয়াদা ডুগডুগিতে দারুণ বাজায়।

ধরল এসে নতুন ছেলে ছড়া শেখে

বলত দেখি একটা ছড়া ছন্দ দেখে?

ভাবছি আমি বৃষ্টিটাকে কে যে আনে

সাথে হাওয়া দোল খেয়ে যায় সবুজ ধানে।


বৃষ্টি ভেজা চড়াই পাখি লুটোপুটি

খুকু নাচে তা ধিনা ধিন ছুটোছুটি।

রাস্তা কাদা, মেঘ গুড়গুড়, ছাতা মাথায়

ঘ্যাঙর ঘ্যাঙর ডাক দিয়ে ব্যাঙ চলল কোথায়!

ভরা নদী নৌকা ডিঙি যাচ্ছে দুলে

সেজে আছে টবগুলো সব বর্ষা ফুলে

এসব শুনে বলল রাজা হচ্ছেটা কী?

যা খুশি যা মিলে গেলে ছড়া নাকি!

সব কিছুরই একটা নিয়ম রীতি আছে

শিখিয়ে দেব এসো যদি একটু কাছে।

Mahfuzur Rahman

Publisher & Editor