শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলে ভর করেছে অন্য এক ভয়। যে কারণে সমর্থকদের বিশেষ একটি অনুরোধও জানাতে হয়েছে আর্জেন্টিনা জাতীয় দলকে। ফিফার সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে চিলির বিপক্ষে ম্যাচে আক্রমণাত্মক ও বৈষম্যমূলক স্লোগান দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘যদি আগ্রাসী ও বৈষম্যমূলক স্লোগান দেওয়া হয়, তবে ফিফা ঘরের মাঠে আর্জেন্টিনার পরের ম্যাচে দর্শক সংখ্যা সীমিত করে দিতে পারে।’
এদিকে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, চিলির বিপক্ষে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচ চলাকালে যদি কোনো ধরনের বৈষম্যবিরোধী কিংবা বর্ণবাদী স্লোগান শোনা যায়, তবে ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শাস্তির মুখে পড়তে হবে আর্জেন্টিনাকে।
এর আগে কোপা আমেরিকার শিরোপা জেতার পর আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে তৈরি হয় বিতর্ক। সেই ভিডিওতে ফার্নান্দেজের গাওয়া একটি গানে অত্যন্ত অপমানজনক ও বর্ণবাদী ভাষায় আক্রমণ করা হয় ফ্রান্স দলকে। এ ঘটনায় আর্জেন্টিনা দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ফ্রান্স এবং তদন্ত শুরু করে চেলসি ও ফিফাও। এমনকি পরিস্থিতি জটিল হয়ে ওঠায় ফার্নান্দেজের পাশাপাশি ক্ষমা চাইতে হয় আর্জেন্টিনা দলকেও।
ব্যাপক সমালোচনার পরও ফার্নান্দেজের সেই ক্লিপ দ্বারা অনুপ্রাণিত হন আর্জেন্টিনার সমর্থকেরা এবং দেশজুড়ে বিভিন্ন ফুটবল ম্যাচে তাঁদের সেই গান গাইতেও দেখা যায়। যার পরিপ্রেক্ষিতে এখন বর্ণবাদী ও আক্রমণাত্মক স্লোগান না দেওয়ার আহ্বান জানাতে হলো আর্জেন্টিনা দলকে। সমর্থকদের আহ্বান জানানো সেই ভিডিওতে আরও বলা হয়, ‘কোনো ধরনের বৈষম্য ছাড়াই দলকে সমর্থন দিন। অপমানজনক কোনো কিছুই ভালো নয়। এটা ক্ষতিকর।’
বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষে আছে আর্জেন্টিনা। ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে তাদের পয়েন্ট ১৫। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ম্যাচের পর ১০ তারিখ রাতে তারা মুখোমুখি হবে কলম্বিয়ার। চোটের কারণে আর্জেন্টিনা দলে জায়গা পাননি অধিনায়ক লিওনেল মেসি।
Publisher & Editor