বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

এক দফা এক দাবি নিয়ে এলেন সালমা

প্রকাশিত: ০৩:২৯, ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৫

গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন, নতুন গানের পারিশ্রমিকের পুরোটাই বন্যার্তদের তহবিলে দেবেন। এরই মধ্যে নতুন একটি গান প্রকাশ পেয়েছে মৌসুমী আক্তার সালমার। কথা ও সুর সোহেল খান, সংগীত পরিচালনায় রোহান রাজ।

গানটির প্রথম লাইন এ রকম, ‘কথা বন্ধু পরিষ্কার, চাই আমার অধিকার/এক দফা এক দাবি, তুই বন্ধুয়া শুধু আমার হবি।

সালমা বলেন, ‘এই সময়ে অনেকে অনেক রকম দাবি নিয়ে রাজপথে দাঁড়াচ্ছে। আমিও আমার প্রেমিকের কাছে দাবি তুলে ধরেছি। গানটি শ্রোতারা বেশ পছন্দও করেছে।’ 

৩ সেপ্টেম্বর ইউটিউবে এসেছে গানটির ভিডিও।

 সালমান আহমেদ সোহাগের নির্মাণে ভিডিওচিত্রে মডেল হয়েছেন শুভ ও আরুশি।

Mahfuzur Rahman

Publisher & Editor