ভূতের বিয়ের দাওয়াত খেতে
যেতেই ভূতের দেশে,
যত্ন শুরু করল তারা
ভীষণ ভালোবেসে।
বলল এসে ভূতের রাজা
দিচ্ছি তোমায় আদর,
এই নিয়ে যাও আরো দিলাম
কাশ্মীরি এই চাদর।
অনেকগুলো বইও দিলাম
মনটা দিয়ে পড়ো,
লেখাপড়া ছাড়া বাবা
যায় না হওয়া বড়ো।
এসব পেয়ে গাচ্ছি যখন
ভূতের দেশের গান,
তখন আমার মনে হলো
যাচ্ছে ছিঁড়ে কান।
কানটা ধরে বলছে দাদু
গেছিস নাকি ভুলে?
এত বেলায় ঘুমে কেন
যাবি না স্কুলে?
Publisher & Editor