নেশনস লিগে কোয়ার্টার ফাইনালের সুবাস পেতে শুরু করেছে জার্মানি। গতকাল রাতে বসনিয়া হারজেগোভিনাকে ২–১ গোলে হারিয়েছে তারা। জার্মানির হয়ে জোড়া গোল করেছেন দেনিজ উনদাভ। একই রাতে গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে ১–১ গোলে রুখে দিয়েছে হাঙ্গেরি।
জয়বঞ্চিত থাকার পাশাপাশি এই ম্যাচে ডাচদের দুশ্চিন্তা বাড়িয়েছে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের দেখা লাল কার্ড, এটি জাতীয় দলের হয়ে তাঁর প্রথম লাল কার্ড। নেদারল্যান্ডসের পরের ম্যাচ জার্মানির বিপক্ষে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দলের অন্যতম সেরা তারকাকে হারানো ডাচদের জন্য বড় ধাক্কাই বটে।
বসনিয়ান শহর জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে গতকাল রাতে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল জার্মানি। ৩৬ মিনিটের মধ্যে দুই গোলে লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়ে নেয় জার্মানরা। দুটি গোলই করেন উনদাভ।
কিন্তু সেই দাপট দ্বিতীয়ার্ধে আর সেভাবে দেখা যায়নি। উল্টো ৭০ মিনিটের মাথায় বসনিয়ার হয়ে অভিজ্ঞ এদেন জেকো এক গোল শোধ করে দিলে বিপদ আরও বাড়ে জার্মানির। যদিও শেষ পর্যন্ত বড় কোনো বিপদ হয়নি। ২–১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।
জয়ের পর প্রতিক্রিয়া জানিয়ে উনদাভ বলেছেন, ‘তারা গোল করার পর পরিস্থিতি একটু উত্তপ্ত হয়েছিল। যদিও আমরা আত্মবিশ্বাসের সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করতে পেরেছি।’ জার্মান কোচ ইউলিয়ান নাগলসমানের আক্ষেপ আরও বেশি গোল করতে না পারার, ‘যে পরিমাণ সুযোগ আমরা তৈরি করেছি, সে তুলনায় খুব কমই গোল করতে পেরেছি।’
এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান সুদৃঢ় করল জার্মানি। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে জার্মানরা। ডাচদের পয়েন্ট এখন ৩ ম্যাচে ৫। আগামী সোমবার মিউনিখে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও জার্মানি।
নেদারল্যান্ডসের জার্সিতে এই প্রথম লাল কার্ড দেখলেন ফন ডাইক। ৩ মিনিটের মধ্যে দুবার হলুদ কার্ড দেখে ৭৯ মিনিটে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে ইএসপিএন নেদারল্যান্ডসকে ডাইক বলেছেন, ‘(লাল কার্ড) এটা হতাশার, এমন কিছু ঘটা উচিত নয়। প্রথম (হলুদ কার্ড) কার্ডের জন্য রাগ লাগছে।’
হাঙ্গেরির রোলান্ড সাল্লাই ৩২ মিনিটে গোল করে এগিয়ে দেন দলকে। ৮৩ মিনিটে গোল করে ডাচদের সমতায় ফেরান ডেনজেল ডামফ্রিজ। এর ৩ মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডাইক। ম্যাচ শেষ ডাচ কোচ রোনাল্ড কোমান বলেছেন, ‘এমনকি ১০ জন নিয়েও আমরা আক্রমণাত্মক খেলেছি। আমি ভেবেছিলাম আমরা গোল করতে যাচ্ছি।’
Publisher & Editor