শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদী পোস্ট করায় ১১ কোটি টাকা জরিমানা

প্রকাশিত: ০৩:৫০, ১২ অক্টোবর ২০২৪ | ১৪

জরিমানার পরিমাণ প্রায় ১১ কোটি ৭২ লাখ টাকা। কারণ? গত মৌসুমে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্ট। ঘটনা ইংলিশ প্রিমিয়ার লিগের দল নটিংহাম ফরেস্টকে নিয়ে। এ বছর এপ্রিলে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ২-০ গোলে হেরেছিল ফরেস্ট। তখন এভারটন, লুটন ও আরও কিছু দলের সঙ্গে প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াই করছিল টানা দুবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। কিন্তু সে ম্যাচে তাঁদের তিনটি পেনাল্টির দাবি নাকচ হওয়ায় খেলা শেষে ভিএআর অফিশিয়াল স্টুয়ার্ট অ্যাটওয়েলের কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করা হয় ফরেস্টের পক্ষ থেকে।

নিজেদের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডলে করা পোস্টে ফরেস্টের পক্ষ থেকে ক্ষোভ উগরে দিয়ে লেখা হয়, ‘খুব বাজে তিনটি সিদ্ধান্ত—তিনটি পেনাল্টি দেওয়া হয়নি—যেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ম্যাচের আগে আমরা পিজিএমওএলকে (পেশাদার গেম ম্যাচ অফিশিয়াল) সতর্ক করে বলেছিলাম, ভিএআর (অ্যাটওয়েল) লুটনের ভক্ত। কিন্তু তারা তাকে পাল্টায়নি। অনেকবার আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছে। এনএফএফসি (নটিংহাম ফরেস্ট) এখন নিজেদের পথ বের করে নেবে।’

কিন্তু একটি স্বাধীন কমিশনের তদন্তে নটিংহাম ফরেস্ট দোষী প্রমাণিত হওয়ার পর গতকাল ক্লাবটিকে সাড়ে ৭ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৭২ লাখ টাকা) জরিমানা করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। কমিশনের বিবৃতিতে বলা হয়, ‘ফরেস্টের পক্ষ থেকে সত্যিকার অনুশোচনার অভাবের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং অ্যাটওয়েল ছিলেন দায়িত্বজ্ঞানহীন পোস্টের পরিষ্কার লক্ষ্যবস্তু।’ ভবিষ্যতে আচরণ ঠিক করতে ক্লাবটিকে সতর্কও করা হয়েছে।

তবে ফরেস্ট মনে করে না, সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাটওয়েলের বিরুদ্ধে তাদের ‘পক্ষপাতদুষ্ট অথবা ম্যাচ অফিশিয়ালদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করা’ মন্তব্যের মাধ্যমে খেলাটির অসম্মান হয়েছে। তারা এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘২১ এপ্রিল রোববার এভারটনের বিপক্ষে ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টের মন্তব্যের রেগুলেটরি কমিশনের চাপিয়ে দেওয়া সাড়ে ৭ লাখ পাউন্ড জরিমানার সিদ্ধান্ত ভীষণ হতাশ হয়েছে নটিংহাম ফরেস্ট ফুটবল ক্লাব। আমরা এফএ-কে নিয়ে বেশি চিন্তিত। কারণ, তারা জমা দেওয়া প্রতিবেদনে “১০ লাখ পাউন্ডের বেশি” (জরিমানার) শাস্তি দিতে চেয়েছে। আমরা মনে করি, এই অনুরোধ ও জরিমানা পুরোটাই অসামঞ্জস্যপূর্ণ এবং ক্লাব এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।’

১৭তম স্থানে থেকে প্রিমিয়ার লিগের গত মৌসুম শেষ করে ফরেস্ট। ১৮তম লুটন, ১৯তম বার্নিল ও ২০তম শেফিল্ড ইউনাইটেডের অবনমন ঘটে। এবারের মৌসুমে ৭ ম্যাচে মাত্র ১ হার নিয়ে লিগ টেবিলে ১০ম ফরেস্ট।

Mahfuzur Rahman

Publisher & Editor