মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

স্বাধীনতার মানে

প্রকাশিত: ০২:৪৬, ১৪ অক্টোবর ২০২৪ |

একটা ছোট পাখি

সারাটা দিন গাছের ডালে

করত ডাকাডাকি।

চায় না কিছুই বেশি

একটু খাবার, সবার সাথে

একটু মেশামেশি।
 

বলতে মনের কথা,

নিজের মতো বেঁচে থাকার

একটু স্বাধীনতা!
 

গায় পাখিটা গান

গানের মাঝে জানায় পাখি

দুঃখ-অভিমান।
 

দুঃখ কিসের তার?

দুষ্ট মানুষ মারতে তাকে

আসে বারংবার!


শান্তি কি আর আছে?

প্রাণ বাঁচাতে উড়ে বেড়ায়

এই গাছে ওই গাছে!


দুঃখভরা প্রাণে

হন্যে হয়ে খোঁজে পাখি

স্বাধীনতার মানে!

Mahfuzur Rahman

Publisher & Editor