বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

নিউইয়র্কে মুনা সেন্টার প্রতিষ্ঠার জন্য ফান্ড রাইজিং শুরু

প্রকাশিত: ০৩:০০, ১৬ অক্টোবর ২০২৪ |

নিউইয়র্কে আধুনিক মানের একটি মুনা সেন্টার প্রতিষ্ঠার জন্য ফান্ড রাইজিং কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার মুনা সেন্টার অফ নিউইয়র্কে এ উপলক্ষে একটি ফান্ড রাইজিং ডিনারের আয়োজন করা হয়।

মুনা সেন্টারে থাকবে মসজিদ, মাদরাসা, মুনা স্যোসাল সার্ভিস, আল কুরআন দাওয়াহ সেন্টার, ইউথ সেন্টার, উইকএন্ড ইসলামিক স্কুল, কমিউনিটি সেন্টার ও ফিউনারেল হোম। এছাড়াও কমিউনিটিতে সম্প্রীতি স্থাপনসহ পারস্পরিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করবে মুনা সেন্টার অফ নিউইয়র্ক।

ফান্ড রাইজিং ডিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদ, সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট দেলোয়ার হোসাইন, মুনার এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী। এসময় তারা সেন্টারটি প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন। ফান্ড রাইজিং তহবিলে অনুদান পাঠাতে mcny80@gmail.com এই ঠিকানায় Zelle (জেল) করারও আহবান জানান তারা।

Mahfuzur Rahman

Publisher & Editor