বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

ড. ইউনূসের পদত্যাগের দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (ভিডিওসহ)

প্রকাশিত: ০০:১৫, ১৭ অক্টোবর ২০২৪ | ১৯

প্রধান উপদেষ্ঠা ড. ইউনূসের পদত্যাগের ঘোষণা দাবি করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান। গত ১৩ অক্টোবর রবিবার নিউইয়র্কের হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ড. সিদ্দিক আরো বলেন, বাংলাদেশের জনগণের মুখে  একই কথা অবৈধ ইউনূস দেশ পরিচালনায় সম্পূর্ন ব্যর্থ তত্বাবধায়ক সরকারের দশে পরিচালনায় ব্যর্থতায় দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে।  নিত্য প্রয়োজনিয় জিনিস পত্রের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।  শিক্ষা প্রতিষ্ঠান প্রায় সবই বন্ধ। আইন শৃংখলা চরম অবনতি ঘটেছে । মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। দেশের দুর্যোগকালে ড. ইউনূসের পদত্যাগের মধ্য দিয়ে  জননেত্রী শেখ হাসিনাকে দেশে এনে শান্তি ফিরে আনার একমাত্র উপায় বলে জনগণের বিশ্বাস। তাই আমরা নিউইয়র্ক থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিক ভাবে খুনি সুদখোর ইউনূসের পদত্যাগের ঘোষণা  দাবি করছি।

প্রতিবাদ সমাবেশটি সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ।  

সমাবেশে যোগ দেন যুক্তরাষ্ট্র আওযামী লীগের সহ সভাপতি ডা: মাসুদুল হাসান, দুরুদ মিয়া রনেল, শ্রমও বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শরীফ কামরুল আলম হিরা, নিউইযর্ক  মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের ঢাকা উত্তর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী সদস্য সাহানারা রহমান, সদস্য হিল্লাল কাদির বাপ্পা, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল,নিউইযর্ক মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাদেক শিবলী, মুস্তাইন বিল্লা,সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, যুবলীগ নেতা, ছাত্রলীগ মাহামুদুল হাসান, নেতা হৃদয়। এছাড়া অনুষ্ঠানে অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  

ভিডিও - US Awami League demand resignation Dr. Yunus.

Mahfuzur Rahman

Publisher & Editor