মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মালদ্বীপ বিএনপির নেতা রফিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ২৩:৩২, ২১ অক্টোবর ২০২৪ |

বিএনপি মালদ্বীপ শাখার সহ কোষাধক্ষ্য মোহাম্মদ রফিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২০ অক্টোবর) রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মেহের মিয়া রানা, সহ সভাপতি মো. হোসেন সুমন, মো. শাহআলম, মো. এমরান হোসেন তালুকদার, মো. ফারুক হোসেন, মো. আলমগীর মজুমদার, মো. ফারুক হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমির রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে  পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনার শাসনামলে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বিএনপির লাখ লাখ নেতাকর্মী। মালদ্বীপ বিএনপির সহ কোষাধক্ষ্য প্রয়াত মোহাম্মদ রফিকুল ইসলামও তার থেকে রেহাই পাননি। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি। তার অকাল মৃত্যুতে মালদ্বীপ বিএনপি শোক থেকেই শক্তিতে পরিণত হয়েছে। ঐক্যবদ্ধ মালদ্বীপ বিএনপি তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, সবার প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় বিগত দিনের মতো অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক খন্দকার, মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, কোষাধক্ষ্য মো. আব্দুল্লাহ কাদের, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মামুন, মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি মো. আব্দুল মান্নান, শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি মো. আব্দুল্লাহ কাদের শিকদার, মোহাম্মদ খাইরুল আমিন, করিম রানা প্রমুখ।

পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ শরিফুল ইসলাম।

Mahfuzur Rahman

Publisher & Editor