বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

স্পেনে বন্ধু মহল ব্রাহ্মণবাড়িয়ার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত: ০০:১৭, ৩১ অক্টোবর ২০২৪ | ১৬

স্পেনের মাদ্রিদে বন্ধু মহল ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে মাদ্রিদের উপকণ্ঠ খেতাফে মাঠে ঢাকা ফ্রুতাস ও আব্দুল ফ্রুতাস ব্রাহ্মণবাড়িয়ার ক্লাবের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় আব্দুল ফ্রুতাস ব্রাহ্মণবাড়িয়ার ক্লাবকে হারিয়ে ঢাকা ফ্রুতাস ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়। ঢাকা ফ্রুতাস ৫ রানে আব্দুল ফ্রুতাস ক্রিকেট টিমকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা পরিচালনা কমিটির সভাপতি রুবেল সরকারের সভাপতিত্বে ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী এনায়েতুল করিম তারেক, ইউছুফ আলী, মিল্টন ভূইয়া কচি, আব্দুল কাইয়ুম মাসুক, মো. দুলাল সাফা, একরামুজ্জামান কিরণ, তুতা কাজী, শওকত আহমেদ, রিপন আহমদ, বেলাল আহমেদ, কবির হোসেন, আতিকুর রহমান, বেলাল হোসেন প্রমুখ।

ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে বক্তব্য দেন আব্দুল ফ্রুতাসের চেয়ারম্যান আব্দুল মজিদ সুজন এবং যৌথভাবে সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম ও পলাশ খান। বক্তারা বলেন, স্বাস্থ্যই সব সুখের মূল। নিয়মিত খেলাধুলা শরীর ও মন দুটোই ভালো রাখে। খেলাধুলার মাধ্যমেই সম্ভব প্রবাসে যুব সমাজকে অনৈতিক কাজ থেকে বিরত রাখা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ঢাকা ফ্রুতাস প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১৭৪ রান সংগ্রহ করে। কামিল আহমদ সুবেল ৫৫ রান এবং এক উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। জবাবে আব্দুল ফ্রুতাস ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৮ উইকেটে ১৬৯  রান করে। তবে দুই দলের ফিল্ডিং ছিল চোখে পড়ার মতো। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন আব্দুল ফ্রুতাস ক্রিকেট ক্লাবের জনী আহমেদ।

প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে কাপ ও পুরস্কার তুলে দেন।

Mahfuzur Rahman

Publisher & Editor