অনেকেরই চোখের নিচে কালি পড়ে। এতে মুখের সৌন্দর্য অনেকটা ম্লান হয়ে যায়। সাধারণত অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক চাপ, ঠিক মতো ঘুম না হওয়া, দূষণ এসব কারণে চোখের তলায় কালি পড়ে। কেউ কেউ চোখের নিচের কালি দূর করতে নানা ধরনের দামি প্রসাধনী ব্যবহার করেন। এতে সাময়িক মুক্তি মিললেও আবারও একই সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে ঘরোয়া কিছু সমাধান ব্যবহার করতে পারেন।
কী করবেন
চোখের নিচে আলুর রস তুলায় ভিজিয়ে ২০ মিনিট ধরে লাগিয়ে রাখতে পারেন। এতে ডার্ক সার্কল বা চোখের নিচে কালি কমবে।
আমন্ড তেল বা বাদাম তেল ১ মিনিট ধরে আলতোভাবে ম্যাসাজ করার পরে ১৫ মিনিট রেখে দিতে হবে। এরপর পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে।
ঠান্ডা দুধের প্রলেপ দিলেও অনেকসময় চোখের নিচের কালি দূর হয়। এছাড়াও ব্যবহার করতে পারেন পুদিনা পাতার রস।
শসা আর টমেটো চোখের নিচের কালি দূর করতে বেশ কার্যকর। শসা গোল করে কেটে চোখের উপরে লাগিয়ে রাখলে উপকার পাবেন।
Publisher & Editor