বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের জেল হত্যা দিবস পালন

প্রকাশিত: ২২:৩৬, ০৫ নভেম্বর ২০২৪ | ২৬

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ৩ নভেম্বর রোববার জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। নিউইয়র্কের ওজনপার্কের লাবন্য রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অতিথি ছিলেন রিপাবলিকান পার্টির ইউএস কংগ্রেসম্যান পল কিং। অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ মাসুদুল হাসান, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়। বক্তব্য রাখেন সদস্য সোলেয়মান আলী, হিন্দোল কাদির বাপ্পা, শাহানারা রহমান,

আশরাফুজ্জামান, মুজিবুর রহমান, শাহীন আজমল, রফিকুর রহমান,দুরুদ মিয়া রনেল, শাহনাজ মমতাজ, মুর্শেদা জামান, দুলাল বিল্লাহ, ইমদাদ ভূইয়া, সৈয়দ কিবরিয়া জামান, খান শওকত, গাজী লিটন, সাখাওয়াত চঞ্চল, জাহিদ হাসান, নুরুল করিম জুয়েল, শেখ শফিকুর রহমান, মোশাহীদ চৌধুরী প্রমূখ। সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীতের সাথে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। দোয়া পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম।

Mahfuzur Rahman

Publisher & Editor