বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

কানাডায় মন্দিরে হামলা, নিন্দা মোদির

প্রকাশিত: ২২:৪৭, ০৫ নভেম্বর ২০২৪ |

কানাডার একটি হিন্দু মন্দিরে হামলার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এ হামলাকে ইচ্ছাকৃত বলে এ ঘটনায় শিখদের কেউ দায়ী থাকতে পারেন বলে দাবি করেছেন। এর জেরে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক একদমই তলানিতে গিয়ে ঠেকেছে। খবর বিবিসির। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে মোদি বলেন, কানাডায় হিন্দু মন্দিরে ‘ইচ্ছাকৃতভাবে হামলার’ তীব্র নিন্দা জানাই। আমাদের কূটনীতিকদের ভয় দেখানোর কাপুরোষোচিত চেষ্টাও একইভাবে ভয়ংকর। ভারতের বাইরে কানাডা হলো ‘খালিস্তান’-এর সক্রিয় কর্মীসহ শিখ সম্প্রদায়ের বৃহত্তম আবাসস্থল। খালিস্তানপন্থিদের আন্দোলন ভালো চোখে দেখে না দিল্লি। তারা তাদের আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে চিহ্নিত করেছে। 

২০২৩ সালে ভ্যাঙ্কুভারে ৪৫ বছর বয়সী ন্যাচারালাইজড কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জারকে হত্যার জন্য অটোয়া ভারত সরকারকে অভিযুক্ত করার পড়ে ভারত ও কানাডার মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার কানাডার অভিযোগ অস্বীকার করে আসছে এবং নয়াদিল্লি কয়েক দশক ধরে অটোয়ার বিরুদ্ধে ধর্মীয় চরমপন্থিদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। তবে তীব্র কূটনৈতিক বিরোধের বিষয়ে এটিই ছিল মোদির প্রথম মন্তব্য। 

Mahfuzur Rahman

Publisher & Editor