বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

ইসরায়েলপন্থী প্রার্থীকে হারালেন ইলহান ওমর

প্রকাশিত: ১৩:০৯, ০৬ নভেম্বর ২০২৪ |

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইসরায়েলপন্থী রিপাবলিকান প্রার্থী ডালিয়া আল-আকিদিকে পরাজিত করেছেন ফিলিস্তিনপন্থী ইলহান ওমর। তারা মিনেসোটার পঞ্চম জেলার প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। আকিদি একজন ইরাকি বংশোদ্ভূত অভিবাসী। তিনি নিজেকে ‘ধর্মনিরপেক্ষ মুসলিম’ হিসাবে পরিচয় দেন। খবর অ্যাসোসিয়েট প্রেসের

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, আকিদি ২৩ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে ইলহান ওমর ৭৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে বিশাল জয় লাভ করেন। 

চলতি বছর আগস্টে নির্বাচনের প্রাইমারি চলাকালীন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) আক্রমণের সম্মুখীন হন ইলহান ওমর। তা সত্ত্বেও, তিনি তার প্রতিপক্ষ ডন স্যামুয়েলকে পরাজিত করেছিলেন। এছাড়াও তার চেয়ে তিনগুণ তহবিল সংগ্রহ করেছিলেন ওমর। যা এক দশমিক ৬ মিলিয়ন ডলার। অন্যদিকে প্রতিপক্ষ স্যামুয়েল ৫ লাখ ৩৫ হাজার ডলার সংগ্রহ করেছিলেন। 

ইলহান ওমর ২০২২ সালে রিপাবলিকান প্রতিপক্ষকে ৫০ পয়েন্টের ব্যবধানে কংগ্রেশনাল আসনে জয় লাভ করেছিলেন। তিনি মার্কিন কংগ্রেসের প্রথম সোমালীয় মুসলিম বংশোদ্ভূত সদস্য। 

Mahfuzur Rahman

Publisher & Editor