বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

ট্রাম্পের জয়ে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না: ইরান

প্রকাশিত: ১৩:২৩, ০৬ নভেম্বর ২০২৪ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই হোন না কেন, পররাষ্ট্র নীতিতে উল্লেখযোগ্য কোনো পার্থক্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। বুধবার (৬ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু ইরানের এক সরকারি কর্মকর্তার বরাতে এই তথ্য জানায়।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরানের পররাষ্ট্র নীতি আগের মতোই থাকবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই এবং এর ফলে আমাদের সাধারণ নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

তিনি আরও বলেন, “মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আমাদের জন্য তেমন তাৎপর্যপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, তা আমাদের বিবেচ্য নয়।”

ট্রাম্প ইরানের প্রতি তার কঠোর অবস্থানের জন্য পরিচিত। বিশেষ করে, তার প্রশাসন ২০১৮ সালে একতরফাভাবে ইরানের সঙ্গে হওয়া পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে। 

এছাড়া ২০২০ সালের জানুয়ারিতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনা দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষের দ্বারপ্রান্ত তৈরি করেছিল।

অনেকে আশঙ্কা করছেন, হোয়াইট হাউজে ট্রাম্পের প্রত্যাবর্তন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন দুই দেশের সম্পর্ককে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে।

Mahfuzur Rahman

Publisher & Editor