শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর নায়িকা হিসেবে আবির্ভাব। ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির। এরপর তিনি আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন। পেয়েছেন জনপ্রিয়তা। এখনও হাতে রয়েছে বেশ কিছু কাজ।
দীঘির সাম্প্রতিক হালচাল ও বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
ক্লাস ফাঁকির উপায় নেই
ইউল্যাবে পড়ছেন সাংবাদিকতায় তৃতীয় বর্ষের ছাত্রী। এখন আর ক্লাস ফাঁকি দেওয়ার উপায় নেই। প্রথম ও দ্বিতীয় বর্ষে পড়াকালে বন্ধুদের কাছ থেকে নোট নিয়ে উতরে যেতেন, এখন আর সেটা হচ্ছে না।
সশরীরে হাজির থাকতেই হচ্ছে। দীঘি বলেন, ‘এখনো (বুধবার বিকেল) আমি বিশ্ববিদ্যালয়ে। মাত্র ক্লাস শেষ হলো। করিডরে দাঁড়িয়ে কথা বলছি। সেই সকাল থেকে ক্যাম্পাসে। এদিকে পরশু (শুক্রবার) ছবি মুক্তি পাবে। প্রমোশনে অনেক সময় দেওয়া দরকার। কী করব, ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছি না।’
ওটিটির বদলে সিনেমা হলে
‘৩৬ ২৪ ৩৬’ ওয়েব ছবি হিসেবেই মুক্তির কথা ছিল। প্রিভিউয়ের সময় সংশ্লিষ্ট সবাই মনে করেছেন ওটিটি প্ল্যাটফরমের আগে হলেই মুক্তি দেবেন ছবিটি। তাঁদের মতে, এখানে বাণিজ্যিক ছবির সব উপকরণই আছে। দীঘিও সেটাই মনে করছেন। বলেন, “ছবির গল্প এবং নামটাই তো সিনেম্যাটিক। আমি যখনই কাউকে ছবির নাম বলেছি, প্রথমবারেই তাঁদের চোখে আগ্রহ দেখেছি। আর গল্প শোনার পর অনেকে বলেছেন, ‘আরে! এটা তো আমার চেনা গল্প।’ এমন ঘটনা হরহামেশা আমাদের চারপাশে ঘটে। আমি তো অনেক বাণিজ্যিক ছবি করেছি। জানি, দর্শক কী চায়! একটু ড্রামা, প্রেম, কমেডি—এসব হলেই আমাদের দর্শক আগ্রহ পায়। আমাদের ছবিতে এই তিনটি বিষয়ই আছে। আগে হলে মুক্তির সিদ্ধান্তটাই সঠিক।”
টার্গেট মাল্টিপ্লেক্স
ঠিক কতগুলো হলে ‘৩৬ ২৪ ৩৬’ মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে দেশের প্রায় সব মাল্টিপ্লেক্সে চলবে এটি, জানালেন দীঘি। আরো বলেন, ‘যত দূর জেনেছি, মাল্টিপ্লেক্সগুলোই টার্গেট, সেই টার্গেট পূরণও হয়েছে। এখন সিঙ্গেল স্ক্রিনের পরিবেশকরা আগ্রহ দেখাচ্ছেন। তবে সিঙ্গেল স্ক্রিন ঠিক কতগুলো হবে তা বৃহস্পতিবার দুপুর নাগাদ জানতে পারব। সংখ্যাটা নেহাত কম হবে না, এটা বলতে পারি।’
চরকির সঙ্গে...
অনলাইন প্ল্যাটফরম চরকির সঙ্গে আগেও কাজ করেছেন। ২০২২ সালের ২ জুন সুমন ধরের ‘শেষ চিঠি’ ওয়েব ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। মাঝখানে দুই বছর বিরতি পড়ে গিয়েছিল। এবার ‘৩৬ ২৪ ৩৬’ দিয়ে ফের একসঙ্গে পথ চলা। সামনে এই প্রতিষ্ঠানের আরো কয়েকটি কাজের ব্যাপারে আলোচনা চলছে, জানান দীঘি। ‘চরকিকে সব সময় নিজের পরিবার মনে করি। তারাও আমাকে ঘরের মেয়ের মতো স্নেহ করে। খুব শিগগির এই প্রতিষ্ঠানের নতুন কনটেন্টের খবর দেব’—বললেন দীঘি।
নতুন কাজ
এর মধ্যে দীপ্ত প্লের একটি ওয়েব ছবিও করেছেন—মাহমুদুর রহমান হিমির ‘হাইড অ্যান্ড সিক’। দীঘির সঙ্গে এখানে আরো আছেন তানজিন তিশা ও জিয়াউল রোশান। মুক্তির অপেক্ষায় আছে এম রাহিমের ‘জংলি’ও। এ ছাড়া নতুন কয়েকটি ছবির পান্ডুলিপিও হাতে আছে। সেগুলো থেকে বেছে একটা-দুইটা করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন। দীঘি বলেন, ‘এখন কাজ একটু কম হচ্ছে। শুধু আমি নই, অনেকের হাতেই কাজ কম। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে মাত্র। গুছিয়ে উঠতে সময় লাগবে। আশা করছি, জানুয়ারি থেকে মিডিয়া আবার কর্মমুখর হবে। সবাই আগের মতো ব্যস্ততা ফিরে পাবেন।’
Publisher & Editor