জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে নিউইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । ৪ নভেম্বর জ্যাকসন হাইটস নবান্ন রেষ্টুরেন্টে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । গত ১ নভেম্বর কতিপয় দুষ্কৃতকারী জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস এবং ২ নভেম্বর খুলনা জেলা জাতীয় পার্টি কার্যালয়ে হামলা, অগ্নি সংযোগ লুটপাট করে।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য নোহাম্মদ এ বার ভূঁইয়া ও সভা পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল। যুগ্ম প্রচার সম্পাদক রুহেল আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় বক্তব্য রাখেন সহিদুর রহমান প্রাক্তন সাংসদ ও উপদেষ্টা, সৈয়দ শওকত আলী উপদেষ্টা, তোফায়েল চৌধুরী উপদেষ্টা, নূর ইসলাম বর্ষন সহ সভাপতি, আলতাফ হোসেন যুগ্ম সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য, গোলাম কাদের কেন্দ্রীয় সদস্য, আব্দুল কাদির লিপু সভাপতি জাতীয় যুব সংহতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, শক্তি দাস গুপ্তা দপ্তর সম্পাদক, রুবেল আহমদ যুগ্ম প্রচার সম্পাদক, শেখ নাসির উদ্দিন খুলনা জাতীয় পার্টির নেতা, ইউনুস আলী, উত্তম কুমার ডাকুয়া প্রমুখ।
বক্তারা বলেন, ৫ আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর যখন রাজনৈতিক দল মত নির্বিশেষে ছাত্র জনতা, বাংলাদেশ সেনাবাহিনী সকলের যৌথ প্রচেষ্টায়, সকলের সহযোগীতায় গঠনকৃত অন্তর্বর্তীকালীন সরকার সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন এই জগন্য ন্যাক্কারজনক অগ্নি সংযোগ কোনভাবেই কাম্য হতে পারে না। এই ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন।
বক্তারা আরো বলেন, ঘটনায় কতিপয় চাল চুলাহীন, ভুইফোড় নাম সর্বস্বহীন রাজনীতিবিদ হঠকারীভাবে দেশকে অস্হিতিশীল করে নিজ্দের নাম জাহির করে লম্পজম্প করে দেশে আবার নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। এরা সকালে বিশ্ববিদ্যায় সমন্বয়কদের কাছে, বিকালে প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতাদের পিছনে দৌড়াচ্ছে রাতারাতি ক্ষমতা পাওয়ার জন্য। এদের গতিবিধি লক্ষ্য এবং নজরদারীতে রাখার জন্য অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গোয়েন্দা সংস্হার প্রতি আহবান জানাচ্ছি এবং এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্টু তদন্ত করে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে বিচারের জোর দাবী জানাচ্ছি।
Publisher & Editor