বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

হেমন্তিকার দিনদুপুর

প্রকাশিত: ২৩:১৭, ১৪ নভেম্বর ২০২৪ | ১৩

হেমন্তিকার লাগল হাওয়া বন বীথিকার গায়

ভোরের শিশির টুপটুপা টুপ জড়িয়ে গেল পায়।

ধীরে ধীরে সূর্য ওঠে মাথায় আকাশ উপুড়

বাবুই পাখির কিচিরমিচির মুগ্ধ সকাল দুপুর।
 

ফুলের ভারে নুইয়ে পড়ে ছাতিমগাছের ডাল

রোজ দুপুরে বাঁশির সুরে মাতিয়ে যায় রাখাল।

সোনালি ধান নবান্ন দিন সুবাস ছড়ায় মাঠে

রংবেরঙের পুতুল মেলা দিগম্বরীর হাটে।
 

গাঙচিল আর পানিকাকে

উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে।
 

জলডাহুকি খেলছে খেলা

ভাসতেছে ডুব সাঁতারে,

গ্রামগুলো ওই নদীর তীরে

দাঁড়িয়ে এক কাতারে।


পান খায় গান গায় মাঝি পাল উড়িয়ে

তুমি যদি দেখো ভাই যাবে প্রাণ জুড়িয়ে

তুলোতুলো সাদা মেঘ

আহা কি যে ভাবাবেগ

ছুঁই ছুঁই গাছপালা

হেমন্ত মেঘমালা।


জেলে ভাই ধরে মাছ ঝাঁকি জাল পাতিয়া

নদীর পারে থাকে ওরা ঢেউ তালে মাতিয়া।

কাদাজল গায়ে মেখে জেলে মাছ ধরে রোজ

মাছ বেচে চাল-ডাল কিনে আনে ঘরে রোজ।

Mahfuzur Rahman

Publisher & Editor