বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ইমরান খানের আন্দোলন রুখতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ১২:৪৬, ১৯ নভেম্বর ২০২৪ | ১১

পাকিস্তানজুড়ে আগামী ২৪ নভেম্বর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এদিন জনগণের ম্যান্ডেট রক্ষার জন্য দলীয় নেতাকর্মীসহ সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন। 

ইমরান এ আন্দোলনকে ‘শেষ ডাক’ হিসেবে অভিহিত করেছেন। তবে এ আন্দোলনকে সামনে রেখে রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

কারাবন্দি ইমরান তাঁর আইনজীবীদের মাধ্যমে আগামী ২৪ নভেম্বর পুরো পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, শাহবাজ শরিফের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে, নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সংবিধানের ২৬তম সংশোধনীর মাধ্যমে ‘স্বৈরাচারী সরকারের ভিত্তি’ শক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ইমরান। আর এগুলোর বিরুদ্ধেই আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।

১৪৪ ধারা অনুযায়ী, স্থানীয় প্রশাসন একসঙ্গে চারজনের বেশি মানুষকে জড়ো হতে দেয় না। ইসলামাবাদে ১৪৪ ধারা জারি হওয়ায় আগামী ২৪ নভেম্বর ইমরান খানের ‘শেষ ডাক’ কতটা সফল হবে, সেটিই এখন দেখার বিষয়। খবর ডনের।

Mahfuzur Rahman

Publisher & Editor