বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান: রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৭, ২০ নভেম্বর ২০২৪ |

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাস করার পর দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে অস্ত্র-গ্রেডের কাছাকাছি পর্যায়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বরাতে এক প্রতিবেদনে এপি বলছে, গত ২৬ অক্টোবর পর্যন্ত ইরানের কাছে ১৮২.৩ কিলোগ্রাম ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা ৬০% পর্যন্ত সমৃদ্ধ। গত আগস্টের শেষ প্রতিবেদনের তুলনায় এটি ১৭.৬ কিলোগ্রাম বেশি। ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম ৯০ শতাংশে নিলে অস্ত্র-গ্রেডে উন্নীত হবে। তবে প্রযুক্তিগত পদক্ষেপ আরও অনেক দূরে বলে বিবেচনা করা হচ্ছে।

গাজায় এক বছরেরও বেশি সময় ধরে চলা গণহত্যা এবং লেবাননে তাণ্ডবের পর সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে পরস্পরবিরোধী ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইসরায়েলের সবশেষ হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারির প্রেক্ষাপটে এ প্রতিবেদন প্রকাশ করলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ ছিল বিশেষ সংকটময় সময়, যখন তিনি তেহরানের বিরুদ্ধে 'সর্বোচ্চ চাপ' প্রয়োগের নীতি অনুসরণ করেছিলেন। তিনি একতরফাভাবে বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের পরমাণু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন, যার ফলে দেশটির অর্থনীতিতে নিষেধাজ্ঞা আরোপ হয় এবং দেশটির শীর্ষ জেনারেলকে হত্যার নির্দেশ দেন।

এদিকে, গত সপ্তাহেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি তেহরান সফর করেন। সেসময় তিনি বলেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ৬০ শতাংশ পর্যন্ত না বাড়ানোর প্রস্তাব দেয় তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor