বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বোকার মরণ

প্রকাশিত: ২৩:১৬, ২০ নভেম্বর ২০২৪ |

নাচ দেখিয়ে বানর হলো বনের পশুর রাজা

শিয়াল ভাবে—ওই ব্যাটাকে আচ্ছা দেব সাজা।

আমি বটে শিয়াল পণ্ডিত সর্বলোকে কয়,

হদ্দ বোকা বানর রাজা কেমন করে হয়?
 

বনের পশু শিয়াল অতি চালাক ও বজ্জাত;

দেখল—বনে কেউ পেতেছে শিয়াল ধরার ফাঁদ।

তাইনা দেখে ফন্দি আঁটে শিয়াল মনে মনে—

শাস্তি দেওয়ার সুযোগটা যে পেলাম এতক্ষণে।
 

তাইতো এসে সেলাম ঠুকে বলল বানর রাজে

‘অনেক খাবার দেখে এলাম ওই বনেরই মাঝে।
 

আছেন বুঝি উপোস করে, চলুন তবে যাই,

এত্তো মজার খাবার প্রভু দুজন মিলেই খাই।

রাজায় যদি না-ই বা খেলো প্রজার কী বা সুখ?

মহারাজের দুঃখ দেখে ফাটে আমার বুক।’
 

ভক্ত প্রজার কথায় এবার বানর বলে হাসি,

‘ধন্য রাজা এমন প্রজা থাকলে পাশাপাশি।’
 

পথ দেখিয়ে আনল শিয়াল যেথায় পাতা ফাঁদ,

বিনয়সহ বলল, ‘রাজন, খান না যত সাধ।


বনের বানর রাজা হলেও বাঁদরামি কি ভোলে?

লম্ফ দিয়ে পড়ল এবার রাজার পোশাক খুলে।

এক নিমেষে পড়ল বানর ফাঁদের কারাগারে,

মিষ্টি কথার তত্ত্ব এবার বুঝল হাড়ে হাড়ে।

ফান্দে পড়ে কান্দে বানর মরণ-জ্বালা শেষে,

রাজার আসন করল দখল শিয়াল পণ্ডিত এসে।

Mahfuzur Rahman

Publisher & Editor