বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

৪ উপকরণেই তৈরি হয় গাজরের হালুয়া

প্রকাশিত: ২৩:১৯, ২৭ নভেম্বর ২০২৪ | ২১

জনপ্রিয় এক ডেজার্ট হলো গাজরের হালুয়া। গাজরের হালুয়ার মজাই আলাদা। ছোট থেকে বড় সবার জিহ্বায় পানি আনে গাজরের হালুয়া। চাইলে ঘরে থাকা ৪ উপকরণেই আপনি তৈরি করতে পারেন মুখোরোচক এই পদ।

গাজরের হালুয়া তৈরিতে যেসব উপকরণ লাগে- গাজর, চিনি, ঘি ও গুঁড়া দুধ। 

হালুয়া তৈরির পদ্ধতি

গাজর চালনিতে করে ধুয়ে চিপে পানি ফেলে দিতে হবে। চুলায় কড়াই বসিয়ে তাতে গাজর চিনি দিয়ে নাড়তে হবে। চিনি থেকে যে পানি বের হবে তাতেই গাজর সেদ্ধ হয়ে যাবে। পানি শুকিয়ে এলে গাজরের সঙ্গে একটু একটু করে ঘি দিয়ে নাড়তে হবে।

কিছুক্ষণ পর যখন দেখা যাবে গাজর শুকিয়ে আঁঠালো হয়ে আসছে, তখন সঙ্গে গুঁড়াদুধ দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। এবার নিজের ইচ্ছামতো বাদাম কিসমিস দিয়ে হালুয়ার ওপরে সাজিয়ে পরিবেশন করুন গাজরের হালুয়া।

Mahfuzur Rahman

Publisher & Editor