বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

থ্যাংকসগিভিং ডে প্যারেড ঘিরে বর্ণাঢ্য প্রস্তুতি, নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ২২:২৯, ২৮ নভেম্বর ২০২৪ | ১৭

নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী মেসিজ থ্যাংক্সগিভিং ডে প্যারেডকে ঘিরে বর্ণাঢ্য প্রস্তুতি নেয়া হয়েছে।দীর্ঘ চার মাসের প্রস্তুতি শেষে প্যারেডের আনন্দে মেতে উঠতে প্রস্তুত নিউ ইয়র্কবাসী। সংবাদ সম্মেলনে মেয়র ও এনওয়াইপিডি কমিশনার নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন।
এ বছর প্যারেডের অন্যতম আকর্ষণ থাকবে ১৭টি ক্যারেকটারের বর্ণিল বেলুন। থ্যাংক্সগিভিং ডের সবচেয়ে বড় প্যারেডটি হবে নিউ ইয়র্কে। প্রায় শত বছরের ঐতিহ্যবাহী এ প্যারেডে মেতে উঠতে পুরো বছর জুড়েই থাকে নিউ ইয়র্কবাসীর অপেক্ষা। সে অপেক্ষার অবসান হবে বৃহস্পতিবার।

এর মধ্যেই সব প্রস্তুতি শেষ করে এনেছে মেসিজ প্রোডাকশন টিম। গত ১৮ মাস ধরে পরিকল্পনা আর চার মাস ধরে নিউ জার্সির মেসিজ স্টুডিওতে বানানো হয়েছে প্যারেডের মূল আকর্ষন বেলুনগুলো। এ বছর ১৭টি ক্যারেকটারের বিশাল বেলুন উড়ানো হবে প্যারেডে। প্রতিটি বেলুন ধরে থাকবেন ৯০ জন করে স্বেচ্ছ্বাসেবক। সব প্রস্তুতি শেষ করে আনার কথা জানালেন মেসিজ-এর ক্রিয়েটিভ প্রোডাকসন ডিরেক্টর ব্রেন্ডন কেনেডি।

বুধবার দিনভর ওয়েস্ট সেন্ট্রাল পার্কের এইটটি টু স্ট্রিটে এসব বেলুনগুলোতে মেশিনের সাহায্যে বাতাস দেয়া হয়। বিশাল এলাকা জুড়ে এ বর্ণাঢ্য আয়োজন উপভোগ করেন স্থানীয়রা। তাদের অনেকের কাছে প্যারেডের চেয়েও আকর্ষনীয় বেলুন ফুলানো দেখা।

এছাড়া কয়েক মাইল ব্যাপী লম্বা এ প্যারেডে থাকবে হাজারো পরিবেশনা। বুধবার সন্ধ্যার পর নাচ গানের চূড়ান্ত রিহার্সেলে মেতে উঠেন হাজারো অংশগ্রহণকারী। এবারের প্যারেডে স্পাইডারম্যান, মিকিমাউসসজ, গ্যাভি, গোকুর মতো বিভিন্ন ক্যারেকটার থাকছে বলে জানিয়েছেন নির্বাহী পরিচালক উইল কস।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস এবং এনওয়াইপিডির নতুন কমিশনার জেসিকা টিচ জানান, সর্বোচ্চ নিরাপত্তা থাকবে এ প্যারেডকে ঘিরে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ম্যানহাটনের ওয়েস্ট সেভেনটি সেভেন্থ স্ট্রিট থেকে শুরু হয়ে সিক্সথ এভিনিউতে প্যারেডটি শেষ হবে। ২০২৩ সালে ২৮ মিলিয়ন মানুষ টেলিভিশনের পর্দায় এ প্যারেড উপভোগ করেছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor