বেশ কয়েক বছর আগে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় অভিনেত্রী মাহিয়া মাহির। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। যদিও কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচিত-সমালোচিত হন মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন এ অভিনেত্রী।
তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্ত-অনুরাগীদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক কিংবা অনুষ্ঠান—সবখানে তার বিচরণ আর নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে। গতকাল রাতে এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন মাহি। সেখানে দেখা যাচ্ছে রেস্টুরেন্টে খেতে গেছেন মাহি।
খাওয়াদাওয়াসহ নানা ভঙ্গিতে ১৫টি ছবি আপলোড করেছেন এই নায়িকা। ছবি পোস্ট করে মজা করে লিখেছেন, ‘আমি আবার বেশি ছবি আপলোড করতে পারি না।’
ছবি দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মজাও পেয়েছেন।
উম্মে হাফছা হিয়া নামের একজন লিখেছেন, একদম হাছা কথা। আরেক ভক্ত লিখেছেন, হাউ সুইট আপু।
Publisher & Editor