বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ফুলকপির পরোটার সহজ রেসিপি

প্রকাশিত: ২৩:০৫, ০১ ডিসেম্বর ২০২৪ | ১১

শীতকাল মানেই বাজারে রকমারি সবজির রমরমা। আর এই শীতেই পালং, ফুলকপি, কড়াইশুঁটির পরোটা খাওয়ার সময়। প্রাতঃরাশ হোক বা নৈশভোজ, অল্প ঘিয়ে ভাজা পুর ভরা পরোটা দিব্যি জমে যায়। জেনে নিন সহজে ফুলকপির পরোটা তৈরির রেসিপি।

উপকরণ

১ টা ছোট ফুলকপি

২+১/২ কাপ ময়দা, আটা ময়াম দিয়ে ভালো করে মাখা

১/২ চা চামচ জিরেগুঁড়ো

১/২ চা চামচ গরম মশলাগুঁড়ো

স্বাদ মতো লবণ-চিনি

২ চা চামচ ধনেপাতা কুচি

পরিমাণ মত সাদা তেল

পদ্ধতি:

প্রথমে একটা বাটিতে ফুলকপির ফুলগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এবার তাতে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিন। কড়ায় অল্প তেল দিয়ে পুর ভেজে ঠান্ডা করতে দিন। এবার ওই ময়দা মাখাটা থেকে লেচি কেটে নিয়ে তাতে বাটির মত ডো তৈরি করে তার মধ্যে অল্প করে পুর দিয়ে মুখটা সাবধানে বন্ধ করুন। এইভাবে সবগুলো পরোটার লেচি তৈরি করে নিন। এবার একটা একটা করে আটার গুড়ো ছড়িয়ে দিয়ে বেলে নিন। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে পরোটা ভালো করে ভেজে নিন এপিঠ-ওপিঠ করে।

Mahfuzur Rahman

Publisher & Editor