বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

আলেপ্পোয় সংঘর্ষের মধ্যে সিরিয়ার অপারেশন জেনারেল ইনচার্জকে সরাল রাশিয়া

প্রকাশিত: ১১:২২, ০২ ডিসেম্বর ২০২৪ |

সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর আরও অগ্রসর হচ্ছে। এই অবস্থায় সিরিয়ার অপারেশন জেনারেল ইনচার্জ সের্গেই কিসেলকে বরখাস্ত করেছে রাশিয়া। রোববার এমনটি জানিয়েছে রাশিয়ান যুদ্ধ ব্লগার ও টেলিগ্রাম চ্যানেল ভয়েনি ওসভেডোমিটেল ও রাইবার।

বিদ্রোহীদের আলেপ্পো দখলের ফলে সময়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। কেননা, রাশিয়ার প্রধান মিত্র ছিলেন তিনি।
ইউক্রেন যুদ্ধের পর থেকেই বেশ কিছু জায়গায় সামরিক রবদবদল করেছে রাশিয়া। তারই অংশ হিসেবে এই রদবদল হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিদ্রোহীদের আলেপ্পো দখল করায় ৫৩ বছর বয়সি কিসেল বরখাস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি রাশিয়া।

অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, কিসেলের জায়গায় জেনারেল আলেকজান্ডার চাইকো স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
মিলিটারি ব্লগগুলোর তথ্য মতে, কিসেলের কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল আগে থেকেই। কেননা, তিনি যখন পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে ১ম গার্ডস ট্যাঙ্ক আর্মিতে কামান্ড করেছিলেন তখনও ইউক্রেন সৈন্যদের হামলার শিকার হতে হয়েছিল রাশিয়াকে।

পরে সেখান থেকে তাকে সরিয়ে সিরিয়ায় আনা হয়। যেখানে মনে করা হচ্ছিল তিনি তার লুকানো প্রতিভা প্রকাশ করবেন। সাফল্য বইয়ে আনবেন। কিন্তু এবারও তিনি ব্যর্থ হয়েছেন তিনি।
এ বিষয়ে রাইবার মন্তব্য করেছে, যুদ্ধে পদ্ধতি পরিবর্তন করা দরকার। সিরিয়ার স্যান্ডবক্স দীর্ঘকাল ধরে অসফল জেনারেলদের খ্যাতি লন্ডারিং করার একটি জায়গা ছিল। যারা বিশেষ সামরিক অভিযানের অঞ্চলে অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor