বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ভোটার তালিকা নিয়ে বিএনপির বিপরীত অবস্থানে জামায়াত

প্রকাশিত: ১২:৩৭, ১১ ডিসেম্বর ২০২৪ | ২৫

নির্বাচন বিলম্বিত হতে পারে আশঙ্কায় বিএনপি বিরোধিতা করলেও, জামায়াতে ইসলামী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চায়। আগামী নির্বাচনে আসন পুনর্বিন্যাসও চায় দলটি। জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পরপর তিনটি প্রহসনের নির্বাচনে মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। অসংখ্য যুবক-যুবতীর বয়স হয়েছে ভোটার হওয়ার। তারাও ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। নির্বাচনের প্রতি তাদের আস্থা ফেরাতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এজন্য আমরা যৌক্তিক সময় দেওয়ার পক্ষে।

বুধবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতে কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনে সভাপতির বক্তৃতায় এ কথা বলেছেন শফিকুর রহমান। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদে দীর্ঘ নয়, যৌক্তিক সময় দিতে চাই। প্রবাসীরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সমান তালে করেছেন। তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। 

জামায়াত আমির বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে কাউকে না কাউকে দেশের দায়িত্ব নিতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। এর জন্য একটি রোডম্যাপ দিন। সংস্কারের মৌলিক বিষয়গুলো সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে  নির্বাচনের পদক্ষেপ নিতে হবে। 

শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনে সব প্রাপ্ত বয়স্ক নাগরিককে ভোটার হওয়ার সুযোগ দিতে হবে। বিগত সরকার জুলুম করে, আসন পুনর্বিন্যাস করেছে। বিরোধীদল শক্তিশালী এমন জায়গায় আসন সংখ্যা কমিয়ে দিয়েছে। আবার পুনর্বিন্যাস করতে হবে বিবেক ও বাস্তবতার আলোকে। 

জামায়াত আমির আরও বলেন, সুন্দর, শান্তিপূর্ণ, মানবিক, দুর্নীতিমুক্ত দেশ চাই। সমাজ পরিচালনার দায়িত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই। নারী-পুরুষ নির্বিশেষে সবার প্রতি সম্মান রেখে সবাইকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চায় জামায়াত। দেশবাসীর সহযোগিতা পেলে তা সম্ভব। 

Mahfuzur Rahman

Publisher & Editor