বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনা বিপর্যয় ডেকে আনবে, বাইডেনের হুঁশিয়ারি

প্রকাশিত: ২২:৩৭, ১১ ডিসেম্বর ২০২৪ | ২০

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনা বিপর্যয় ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর দাবি, বিদেশি পণ্য আমদানির উপর বিশাল শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি একটি বড় ভুল।

ডেমোক্র্যাটদের অধীনে জীবনযাপনের উচ্চ মূল্যে মার্কিন ভোটাররা নাখোশ বাইডেন প্রশাসনের ওপর। এ ক্ষোভের পিছনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জয় মনে করেন অনেকে।

ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনে তার বক্তৃতায় বাইডেন বলেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেনো তার প্রকল্প ২০২৫ ছুঁড়ে ফেলে দেন। আমি মনে করি এটি আমাদের এবং অঞ্চলের জন্য একটি অর্থনৈতিক বিপর্যয় হবে।

বাইডেন বিশেষ করে প্রতিবেশী মেক্সিকো, কানাডা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় প্রতিদ্বন্দ্বী চীনা পণ্যে ওপর চড়া শুল্ক আরোপে ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করেছেন।

এর আগে ট্রাম্প জানিয়েছেন, তিনি মেক্সিকো, কানাডা ও চীন থেকে আমদানি হয়ে আসা পণ্যের ওপর বড় আকারে শুল্ক আরোপ করবেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর শুরুতেই এ ধরনের বাণিজ্য কৌশল হাতে নেওয়ার অঙ্গীকার করেন তিনি। এছাড়া ট্রাম্প চীনের বিরুদ্ধে বর্তমানে প্রযোজ্য সকল শুল্কের সঙ্গে বাড়তি আরও ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের বিষয়টি জানান।

৮২ বছর বয়স বাইডেন এমন সময়ে এ বক্তব্য দিলেন, যখন হোয়াইট হাউজে তার শাসনমাল ছয় সপ্তাহেরও কম সময় বাকি আছে।

Mahfuzur Rahman

Publisher & Editor