প্রকৃতিতে বাড়ছে শীতের প্রকোপ। এই আবহাওয়ায় নানা ধরনের রোগব্যাধির সঙ্গে বাড়ে ত্বক ও চুলের রুক্ষতা-শুষ্কতাও । শুষ্ক ত্বক শীতে একটি সাধারণ সমস্যা। এ কারণে শীতে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকেরও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজনীয়। শুধু তাই নয়, এই শুষ্কতা থেকে অনেক সময় ত্বক ফাটা শুরু হয়। তাই এই সমস্যার সময়মতো সমাধান করা ভীষণ গুরুত্বপূর্ণ।
শীতে ত্বকের শুষ্কতা দূর করতে কী করবেন-
ঘৃতকুমারী বা অ্যালোভেরা : ত্বকের সৌন্দর্য্য বাড়াতে অ্যালোভেরা বহুদিন ধরেই ব্যবহার হয়ে আসছে। ত্বকের ধরন বুঝে অ্যালোভেরা ব্যবহার করলে, এটি ভেতর থেকে আর্দ্রতা বা হাইড্রেশন দেয়। এর ফলে ত্বক দীর্ঘ সময়ের জন্য ময়েশ্চারাইজড থাকে।
গোলাপ জল: ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ও সুন্দর করে তুলতে গোলাপ জল ব্যবহার করা উপকারী। আপনি যদি আপনার ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই গোলাপ জল ব্যবহার করবেন। শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পেতেও গোলাপ জল আপনাকে সাহায্য করতে পারে। গোলাপ জলের ব্যবহার আপনার ত্বকের হারানো আর্দ্রতা ফিরে পাবেন। শুধু তাই নয়, এর ব্যবহারে আপনার ত্বকও দ্রুত নিরাময় শুরু করে।
মধু ও গ্লিসারিনের মিশ্রণ : শীতকালে যদি আপনার ত্বক বারবার শুষ্ক হয়ে যায়, তাহলে মধু এবং গ্লিসারিনের মিশ্রণ ব্যবহার করুন। এই দুই উপাদান ত্বকে লাগালে ত্বক ভেতর থেকে হাইড্রেশন পায়। শুধু তাই নয়, এর ব্যবহারে আপনার ত্বকের গঠনও উন্নত হয়।
Publisher & Editor