রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ২৩:২৬, ২১ ডিসেম্বর ২০২৪ |

প্রতারণার অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

অভিযোগ রয়েছে, উথাপ্পা পরিচালিত সেঞ্চারাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের অর্থ কেটে নিয়ে তা তহবিলে জমা দেননি। সেঞ্চারাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক উথাপ্পা।

প্রায় ২৩ লাখ রুপি আত্মসাতের অভিযোগে উথাপ্পাকে ২৭ ডিসেম্বরের মধ্যে অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় বেঙ্গালুরুর পুলিশকে তার গ্রেপ্তারি নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিবারসহ দুবাইয়ে থাকা উথাপ্পার বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor