টানা ব্যর্থতার ধারাবাহিকতায় এবার অ্যাস্টন ভিলার মাঠে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের হয়ে প্রথম গোলটি করেন জন ডুরান, আর দ্বিতীয়টি আসে মর্গান রজার্সের পা থেকে।
সিটির হয়ে ইনজুরি টাইমে ফিল ফডেন একটি গোল শোধ দেন, তবে তা যথেষ্ট হয়নি।
এই পরাজয়ে ১৭ ম্যাচ শেষে সিটির সংগ্রহ ২৭ পয়েন্ট, যা তাদের ষষ্ঠ স্থানে নামিয়ে দিয়েছে। অন্যদিকে, ভিলা ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে।
Publisher & Editor