ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরাইলের অস্বস্তি বাড়িয়ে তুলেছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার রাতে ইসরাইলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এরইমধ্যে হুথি নেতাদের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেল আবিব।
তবে ইসরাইলের এসব হুমকি উড়িয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। অবশ্য ইসরাইলে প্রবেশের আগে এটি নিবৃত্ত করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।
এতে বলা হয়েছে, পরপর দ্বিতীয় রাতে ইরান-সমর্থিত গোষ্ঠী মধ্য ইসরাইলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা প্রায় রাতের ঘটনা হয়ে উঠেছে।
সেনাবাহিনী বলছে, ইয়েমেনের হুথিদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশসীমায় প্রবেশের আগে তা আটকে দেওয়া হয়েছে।
এতে আরো বলা হয়, হুথিদের হামলার সম্ভাবনার কারণে সাইরেন সক্রিয় আছে, এক সপ্তাহের মধ্যে ৫ম বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে মতো লাখ লাখ ইসরাইলিকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
এদিকে ইউরোপের সব কূটনৈতিক মিশনকে হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে তালিকাভূক্ত করতে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল।
এই কূটনৈতিক উদ্যোগ হুথিদের আঞ্চলিক ও বৈশ্বিক হুমকি হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টারই অংশ, যা তাদের কার্যক্রমে আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে।
হুথিরা সম্প্রতি ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বাড়িয়েছে চালিয়েছে। তারা এই হামলাকে গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াইয়ে সংহতির অংশ হিসেবে বর্ণনা করেছে।
Publisher & Editor