বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র বিজয় দিবস উদযাপন : বর্ণিল শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা

প্রকাশিত: ২৩:২২, ২৪ ডিসেম্বর ২০২৪ | ১৭

নিউইয়র্কের ব্রঙ্কসে ২১ ডিসেম্বর বিজয় শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা মধ্য দিয়ে হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৪ তম মহান বিজয় দিবস। অনুষ্ঠানমালায় আরো ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, কবিতা আবৃত্তি, নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শ্রদ্ধা-ভালোবাসার এ আয়োজনে স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এদিন বিকেলে এশিয়ান ড্রাইভিং স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণিল বিজয় শোভাযাত্রা শুরু হয়ে স্টারলিং-বাংলাবাজার এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ১৮৯১ ম্যাকগ্র এভিনিউর একটি চার্চ মিলনায়তনে গিয়ে শেষ হয়। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী শোভাযাত্রায় অংশ নেন। এদিন সন্ধ্যায় চার্চ হলে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন এবং ১ মিনিট নিরবতা পালনের পর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শিল্পী তাজুল ইমাম। হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফয়েজ, ইভেন্ট কমিটির আহ্বায়ক পল্লব সরকার ও সাংবাদিক-উপস্থাপক মঞ্জুরুল হাসান বুলবুলের পরিচালনায় মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন গ্র্যান্ড স্পন্সর আহাদ আলী সিপিএ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, মেইন স্ট্রিম লিডার আব্দুস শহীদ, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ এথলেটিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, জাকির চ্যেধুরী সিপিএ, যুদ্ধবন্দি হাজী আব্দুর রহমান, ইভেন্ট কমিটির সদস্য সচিব গোলাম রব্বানী বেলার, কমিটির যুগ্ম সদস্য সচিব আল মামুন সরকার, কমিউনিটি এক্টিভিস্ট জামাল হুসেন, কাজী রবি উজ জামান, মিয়া মোহাম্মদ দাউদ, খবির উদ্দিন ভুইয়া, এইচএম ইকবাল, নুরুল ইসলাম মিলন, অধ্যক্ষ সানাউল্লাহ, শ্যামল কান্তি চন্দ, জামাল আহমেদ, সেলিম রেজা প্রমুখ।

ঢাকা ড্রামার সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শারমিন তানিয়া, তানভীর শাহীন, সৈয়দ ফয়েজ ও রেক্সোনা। আবৃত্তি, নৃত্যসহ শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা বিজয় উৎসবের আনন্দে যোগ করে ভিন্ন মাত্রা। নতুন প্রজন্মের শিল্পীদের নাচ সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে নতুন প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকনের বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। তিনি অনুষ্ঠানে সহযোগিতা সহ অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

Mahfuzur Rahman

Publisher & Editor