শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

অফিসের পথে লটারি কিনে জিতলেন ৩৫ লাখ টাকা

প্রকাশিত: ২৩:১১, ২৫ ডিসেম্বর ২০২৪ | ১৪

অফিসে যাওয়ার সময় সবারই তাড়া থাকে। সময়মতো অফিসে ঢোকার বিষয়ে থাকে উদ্বেগ-উৎকণ্ঠা। এ কারণে বাসা থেকে বের হওয়ার পর কোথাও সময় নষ্ট করতে চান না কেউই। কিন্তু যাত্রাপথে অল্প সময়ের বিরতি যদি কারও ভাগ্য বদলে দেয়, সেটা মন্দ কিসের। যাত্রাপথে গাড়ি থামিয়ে লটারি কিনে ৩০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৫ লাখ টাকা) জিতেছেন এক ব্যক্তি।

সৌভাগ্যবান ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাসিন্দা। কয়েক দিন আগে টানিটাউনের লিবার্টি টাউনের প্রধান সড়ক ধরে অফিসে যাচ্ছিলেন। পথে একটি সুপারশপের সামনে থামেন। পকেটে ছিল সামান্য অর্থ। সেখান থেকে ৫ ডলার দিয়ে কিনে ফেললেন লটারির কয়েকটি টিকিট।

৭-ইলেভেন স্টোর থেকে লটারির টিকিট কিনেছিলেন ওই ব্যক্তি। হাতে থাকা টিকিটগুলো একের পর এক ঘষতে থাকেন। কিন্তু কোনো সুখবর মিলছিল না। শেষপর্যন্ত হাতের সর্বশেষ টিকিটে ঘষা দিয়ে তাঁর চোখ ঝিলিক দিয়ে উঠল। ৩০ হাজার ডলার জিতেছেন তিনি।

ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি ম্যারিল্যান্ড লটারি কর্তৃপক্ষ। তবে লটারি জেতার পর কর্তৃপক্ষকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেছেন, ‘আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম।’ সেই মুহূর্তের কথা স্মরণ করে তিনি বললেন, ‘আমি এতটাই অবাক হই যে ট্রাক থেকে পড়ে যাচ্ছিলাম। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। অন্তত ছয়বার টিকিটটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। এরপর কাজে চলে যাই। সত্যি কথা বলতে কি, আমি এখন আবারও টিকিটটি পরীক্ষা করছি।’

অফিস শেষে বাড়ি ফেরার পর পরিবারের সদস্যদের খুশির খবরটি জানান ওই ব্যক্তি। বলেন, বাড়িতে ফিরেই দাদিকে টিকিটটি দেখিয়েছিলেন। তিনি ১৮ বছর বয়সে লটারি খেলতে শুরু করেছিলেন। লটারি জেতার খবরে তিনি ‘কেঁদে ফেলেন’। লটারিতে বিজয়ী ব্যক্তি জানালেন, পুরস্কারের অর্থ দিয়ে তিনি পরিবারের সদস্যদের জন্য একটি গাড়ি কিনবেন। আর বাকি অর্থ বাড়ি সংস্কারে ব্যয় করবেন।

Mahfuzur Rahman

Publisher & Editor