রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

জিশান, হাবিবুর, আকবর—এবারের বিপিএলে না হলে আর কবে

প্রকাশিত: ২৩:৪১, ২৭ ডিসেম্বর ২০২৪ |

বয়স ২৫। আছে বিপিএল খেলার অভিজ্ঞতা। এবারের বিপিএলের ওয়ার্মআপ টুর্নামেন্ট জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগে বোলারদের বেধড়ক পিটিয়ে গা ভালোই গরম করেছেন।

হাবিবুর রহমান সোহান যদি এবার বিপিএলে চমক না দেখান, তাহলে কবে দেখাবেন? শুধু হাবিবুর নয়, জিশান-আরিফুলদের জন্যও এবারের বিপিএল দারুণ এক মঞ্চ।হাবিবুরের মতো তাঁদেরও জাতীয় ক্রিকেট লিগ কেটেছে দুর্দান্ত।

এনসিএলে ২০ বছর বয়সী জিশানের নামটা একটা জায়গায় সবার ওপরে ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে যেটা সবচেয়ে বেশি লাগে, সেই ছক্কা জিশান মারেন ২২টি। সেটাও মাত্র ৭ ম্যাচ খেলে। ৮ বলের মধ্যে ৭ ছক্কা, ৫২ বলে সেঞ্চুরি—জাতীয় লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই ঝড় তুলেছিলেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটসম্যান এরপর আরও দুটি ফিফটি পেয়েছেন সিলেটের হয়ে। রান করেন ২৮১, তবে এর চেয়ে বেশি আলোচনায় ছিল তাঁর ১৫৮.৭৫ স্ট্রাইক রেট। এই টুর্নামেন্টে আর কোনো ব্যাটসম্যান ১৭টির বেশি ছক্কা মারতে পারেননি। দেখা যাক, দুর্বার রাজশাহীর হয়ে জিশান বিপিএল কতটি ছক্কা মারতে পারেন?

দ্বিতীয় সর্বোচ্চ ১৭ ছক্কা এসেছে হাবিবুরের ব্যাট থেকে। টুর্নামেন্টে ১৫০ রান করেছেন এদের মধ্যে হাবিবুরের স্ট্রাইকরেটই সবচেয়ে বেশি—১৬০.৮৬। সোহান নামে পরিচিত এই ক্রিকেটার গতবার খেলেছেন খুলনার হয়ে। ১১ ম্যাচে রান করেছেন ১০৫। গড় ছিল ২০ এর নিচে, স্ট্রাইকরেট—১১১.৭০। গতবারের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার সুযোগ এবার হাবিবুরের সামনে। তিনি এবার খেলবেন ঢাকার হয়ে।

হাবিবুরের থেকে ১টি ছক্কা কম মেরেছেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতা বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম। খুলনার হয়ে ৯ ম্যাচে ১৩৬.৯৯ স্ট্রাইক রেটে ২৩৭ রান করেছেন তামিম ডাকনামের এই ক্রিকেটার। আজিজুলকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

আরিফুলের নামটা বিবেচনায় রাখতে হবে। এনসিএলে তিনি ব্যাটিং করেছেন ১৪২ স্ট্রাইকরেটে। ১৪টি ছক্কায় রান করেছেন ২১৩। ফরচুন বরিশালের হয়ে তাঁর সামনেও এবার জ্বলে ওঠার সুযোগ।

এবারের বিপিএলটা আকবর আলীর জন্য পারফর্ম করার সেরা মঞ্চ। এর আগে বিপিএল খেলেছেন ৩ মৌসুম। ১৫ ম্যাচে রান করেছেন সব মিলিয়ে ৮৪, গড়টা মাত্র ১২! স্ট্রাইকরেট অবশ্য তুলনামূলক ভালো—১২৯.২৩। এবার দারুণ ছন্দ নিয়ে বিপিএলে পা রাখছেন আকবর। এনসিএলে ২০৮ রান করেছেন প্রায় ১৫০ স্ট্রাইকরেটে। অধিনায়ক হিসেবে রাজশাহীকে টুর্নামেন্ট জিতিয়ে দারুণ আত্মবিশ্বাসীও তিনি। বিপিএলও খেলবেন রাজশাহীর হয়ে।

এনসিএলে নজরকাড়া এসব ক্রিকেটারের জন্য বিপিএল আরও বড় পরীক্ষা। সেই পরীক্ষায় তাঁরা কেমন করেন, সময়ই বলবে।

Mahfuzur Rahman

Publisher & Editor