রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

‘সোনার সিন্দুক’-এ দ্বৈত চরিত্রে মৌ

প্রকাশিত: ২৩:৫৩, ২৭ ডিসেম্বর ২০২৪ |

নৃত্যশিল্পী হিসাবেই পরিচিত সাদিয়া ইসলাম মৌ। তবে সুযোগ পেলেই অভিনয় করেন। আগে প্রায়ই তাকে টিভি নাটকে দেখা গেলেও এখন বিশেষ দিবস ছাড়া একেবারেই তার উপস্থিতি মেলে না। মাঝেমধ্যে বিজ্ঞাপনে হাজির হন।

তবে এবার অনেকদিন পর নাটক নিয়ে ফিরেছেন। বাংলাদেশ টেলিভিশনের হীরকজয়ন্তী উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘সোনার সিন্দুক’-এ কাজ করেছেন এ অভিনেত্রী ও নৃত্যশিল্পী। এ কাজটি করার পেছনে দুইটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন তিনি।

মৌ বলেন, ‘রাষ্ট্রীয় চ্যানেলটি হীরকজয়ন্তী উদযাপন করছে, আর এ বিশেষ দিনের নাটক এটি। এরকম একটি বিশেষ দিনের বিশেষ নাটকে আমাকে নির্বাচন করেছেন সংশ্লিষ্টরা যা আমাকে সম্মানিত করেছে। এ ভাবনাটা নাটকটিতে কাজে আমাকে অনুপ্রাণিত করেছে। এছাড়াও নাটকটির গল্প বেশ ভালো লেগেছে। মূলত এ কারণেই হঠাৎ করেই এতদিন পর আরও একটি নাটকের সঙ্গে যুক্ত হওয়া।’

নাটকটিতে মৌ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ২৫ ডিসেম্বর রাতে এটি প্রচার হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor