জন্মদিনে ব্যাট করতে নেমেছিলেন ট্রাভিস হেড। আগের দুই ম্যাচেই সেঞ্চুরি করা এই বাঁহাতি সিরিজের সর্বোচ্চ রান–সংগ্রাহকও। কিন্তু সিরিজের সেরা ব্যাটসম্যান জন্মদিনে টিকলেন মাত্র দুই বল। যশপ্রীত বুমরার বলে সহজ ক্যাচ দিলেন ফরোয়ার্ড স্কয়ার লেগে।
হেডকে ফেরানো এই উইকেটেই টেস্ট ক্রিকেটে ২০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বুমরা। স্রেফ স্পর্শই করেননি, গড়ের দিক থেকে রেকর্ডও গড়েছেন। বুমরা ৪৪ টেস্টে ২০০ উইকেট নিয়েছেন মাত্র ১৯.৫ রান গড়ে। টেস্ট ইতিহাসে এর আগে কোনো বোলারই এত কম গড়ে দুই শ উইকেট নিতে পারেননি।
মেলবোর্নে বুমরার রেকর্ড গড়া সেশনটি অবশ্য শুধু তাঁর একারই নয়, ভারতেরও। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৪ উইকেট তুলে নিয়েছে ভারত। তিনটিই নিয়েছেন বুমরা। চা বিরতির সময় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫। লিড ২৪০ রানের।
Publisher & Editor