সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫

আউট না হয়ে ৫৪২ রান করার রেকর্ড

প্রকাশিত: ২৩:১২, ০৩ জানুয়ারি ২০২৫ | ১৬

আউট হতে যেন ভুলেই গিয়েছিলেন করুন নায়ার! টানা ৪ ম্যাচ পর কাল বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশের বিপক্ষে সেঞ্চুরি করে আউট হয়েছেন। চার ম্যাচ পর আউট হওয়ার আগেই অবশ্য গড়ে ফেলেছেন নতুন এক রেকর্ড।

৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন নায়ারের। এই সময়ে পাঁচ ম্যাচে চার সেঞ্চুরিতে মোট ৫৪২ রান করেছেন এই ব্যাটসম্যান।

নায়ারের এই যাত্রা শুরু হয়েছিল গত বছরের ২৩ ডিসেম্বর। জম্মু ও কাশ্মীরের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন নায়ার। পরের ম্যাচ ছিল ছত্তিশগড়ের বিপক্ষে। লক্ষ্য ছিল ছোট, সেঞ্চুরি করার সুযোগ ছিল না। মাত্র ৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অপরাজিত থাকেন ৪৪ রানে।

নায়ার পরের ম্যাচে খেলেন ৫০ ওভারের ম্যাচে ক্যারিয়ারসেরা ইনিংস। চণ্ডীগড়ের বিপক্ষে অপরাজিত ছিলেন ১৬৩ রান করে। ৩১৬ রান ৪৮ ওভারের মধ্যে তাড়া করে জিতে যায় তাঁর দল বিদর্ভ। এরপর তামিল নাড়ুর বিপক্ষে গত ৩১ ডিসেম্বর ১১১ রানের ইনিংস খেলেন নায়ার। আর গতকালের ম্যাচটি ছিল উত্তর প্রদেশের বিপক্ষে, এই ম্যাচেও তাঁর দল জিতেছে।  

আউট না হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড এত দিন ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের। ২০১০ সালে ৫২৭ রান করেছিলেন তিনি আউট না হয়ে। এই তালিকায় পরের তিনটি স্থানে আছেন জার্মানির জসুয়া ফন হেরডেন (৫১২), পাকিস্তানের ফখর জামান (৪৫৫) ও তৌফিক উমর (৪২২)।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার হয়েও জাতীয় দরে কখনোই নিয়মিত ছিলেন না নায়ার। ভারতের হয়ে খেলতে পেরেছেন ৬টি টেস্ট ও ২টি ওয়ানডে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরিও  (৩০৩) করেছিলেন নায়ার।

যদিও সেই ট্রিপল সেঞ্চুরির পরের ম্যাচেই বাদ পড়েছিলেন দল থেকে। অজিঙ্কা রাহানের বদলে খেলতে নেমে বীরেন্দর শেবাগের পর ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন নায়ার। কিন্তু পরের টেস্টে রাহানে ফিরে আসায় দলে জায়গা হয়নি তাঁর।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি খেলেছেন ১০৯ ম্যাচ। রান আছে ৭ হাজারের বেশি, সেঞ্চুরি ২০টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে রান আছে প্রায় ৩ হাজার, সেঞ্চুরি ৭টি। এবার আইপিএলেও দল পেয়েছেন। ৫০ লাখ রুপিতে তাঁকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

Mahfuzur Rahman

Publisher & Editor