বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রত্যাবর্তনের ছায়া

প্রকাশিত: ২৩:৩৪, ০৫ জানুয়ারি ২০২৫ | ২৮

তোমার কাছে না পৌঁছানো পর্যন্ত

পরিচিত পথটাকে চীনের প্রাচীরের মতো বড় বেশি দীর্ঘ মনে হয় 

আর মিলনের সব পথ এক হয়ে ডাকে শুধু আয় আয় আয়।
 

তোমার কাছে না পৌঁছানো পর্যন্ত

পথের দুধার থেকে প্রকৃতির সব কিছু মেঘের মতো সরে সরে যায়

এবং তোমাকে ছাড়া পৃথিবীর কোনো কিছু দেখা যায় না আর।

 
তোমার কাছে না পৌঁছানো পর্যন্ত

বুকশূন্য হাহাকারে ব্যাকুলিত হতে থাকে জগত্সংসার

এবং আমার ভেতর খেলা করতে থাকে এক স্বেচ্ছাচারী বিরহ হুতাশ।

 
ভাগ্যবানদের মতো আমি যখন তোমার কাছে পৌঁছেই যাই

তখন আমার ভেতর বিস্তারিত হতে থাকে কুসুমঝরা অন্য এক আমি—

প্রত্যাবর্তনের এক রাজসিক ছায়া।

Mahfuzur Rahman

Publisher & Editor