বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ব্রঙ্কসে সিনিয়র সিটিজেন ফোরামের নববর্ষ উদযাপন

প্রকাশিত: ১৮:১৫, ০৬ জানুয়ারি ২০২৫ | ১৮

নিউইয়র্কে ইংরেজি নববর্ষ উদযাপন করেছে ব্রঙ্কসের সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক। বুধবার (১ জানুয়ারি) সকালে ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে ব্রেকফাস্ট পার্টির আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে ও কাজী রবিউজ্জামানের সঞ্চালনায় নুতন বছরকে বরন ও ব্রেকফাস্ট পার্টি অনুষ্ঠিত হয়। শুরুতে কোরাআন তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা কামাল উদ্দিন, গীতা পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল।

থিমসং বাজানোর সাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমেরিকান জাতীয় সঙ্গীত সমস্বরে গাওয়া হয়।

সকলের সুস্বাস্থ্য, রোগ মুক্তি, দীর্ঘায়ু কামনা ও বিশ্ব সংকটের মধ্যে পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করা, সিনিয়রদের সুস্বাস্থ্য কামনায় আল্লাহর কাছে শুকরিয়া করে দোয়া পরিচালনা করেন মাওলানা ওবায়দুল্লাহ।

সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামানা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ এনামূল হক এমডি।

সিনিয়রা আমাদের শ্রদ্ধেয় ও পথ প্রদর্শক উল্লেখ করেন রোকন হাকিম। সব সিনিয়রকে নববর্ষের শুভেচ্ছা জানান আব্দুল খালেক। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিল্লাল ইসলাম ও শামীম আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুস শহীদ, কামাল উদ্দিন, আব্দুর রহিম বাদশা, সানাউল্লাহ, আব্দুল করিম, নূর মোহাম্মদ তফাদর, রেদয়ানা রাজ্জাক সেতু, রোকন হাকিম, কামরুজ্জামান বাচ্চু, বেগম মেহের চৌধুরী, সেলিম রেজা, মিথান দেব, মোস্তাক আহমেদ চৌধুরী, শফিকুর রহমান, রতন চক্রবর্তী, ফারুক আহমেদ, লোকমান হোসেন, ফিরোজ শরীফ, তোফায়েল আহম্মেদ চৌধুরী, কামাল উদ্দিন, ইসলাম খন্দকার, দেওয়ান মোতাসির আলী মন্জু, বশির মুন্সি, সৈয়দ আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান, আবু জাফর, আব্দুল হালিম মিয়া।

Mahfuzur Rahman

Publisher & Editor